রাকেশ ঝুনঝুনওয়ালা সম্প্রতি আকাশ এয়ারের মাধ্যমে বিমান শিল্পে প্রবেশ করেছিলেন। গত ৭ অগাস্ট প্রথম বিমান উড়ান দেয়। একজন বিখ্যাত বিনিয়োগকারী ছাড়াও, অ্যাপটেক লিমিটেড এবং হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। তিনি বেশ কয়েকটি ভারতীয় সংস্থার পরিচালকও ছিলেন। ভারতের ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস-এর উপদেষ্টাও ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা।
advertisement
আরও পড়ুন- ভেন্টিলেশন থেকে বের করা হল সলমান রুশদিকে, কথা বলতে পারছেন স্যাটানিক ভার্সেস লেখক
প্রারম্ভিক জীবন এবং বিনিয়োগে কর্মজীবনের শুরু
১৯৬০ সালের ৫ জুলাই মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন রাকেশ ঝুনঝুনওয়ালা। ১৯৮৫ সালে মাত্র ৫,০০০ টাকা নিয়ে প্রথম শেয়ার বাজারে প্রবেশ করেন তিনি। তখন কলেজ ছাত্র ছিলেন তিনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফোর্বস জানিয়েছে রাকেশ ঝুনঝুনওয়ালার মোট সম্পত্তি প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার।
রাকেশ ঝুনঝুনওয়ালার জানিয়েছিলেন, বাবার কথা শুনেই শেয়ারবাজারে আগ্রহ তৈরি হয়েছিল তাঁর। স্টক মার্কেটে কর্মজীবনের শুরু থেকেই তিনি ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন।
আরও পড়ুন- "শুধু তেরঙ্গা লাগালেই আপনি দেশপ্রেমিক হয়ে যাবেন না," বিজেপিকে আক্রমণ উদ্ধবের!
১৯৮৬ সালে টাটা টি শেয়ার কিনে প্রথম বড় মুনাফা অর্জন করেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। মাত্র ৪৩ টাকায় টাটা টি-এর ৫,০০০ টি শেয়ার কিনেছিলেন রাকেশ এবং পরে সেই স্টকটি তিন মাসের মধ্যে ১৪৩ টাকায় ওঠে। তিনি তিন গুণের বেশি মুনাফা অর্জন করেন। পরের তিন বছরে, ঝুনঝুনওয়ালা ২০-২৫ লক্ষ টাকা আয় করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্মরণে ট্যুইট করে বলেন, “রাকেশ ঝুনঝুনওয়ালা অদম্য ছিলেন। জীবনীশক্তি, বুদ্ধিমত্তা এবং অন্তর্দৃষ্টিপূর্ণ মানুষ। আর্থিক জগতে অদম্য অবদান রেখে গেছেন তিনি।”