TRENDING:

Valentine's Day: Offbeat Wedding: শরীরে একাধিক ফ্র্যাকচার নিয়ে শয্যাশায়ী কনে, হাসপাতালে এসে বিয়ে করলেন বর

Last Updated:

Valentine's Day: Offbeat Wedding: রাজস্থানের রামগঞ্জমান্ডী থেকে কোটার এমবিবিএস হাসপাতালে বিয়ে করতে এলেন এক যুবক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোটা : রাজকীয় হোটেল, বড় ফার্মহাউসের লন বা কোনও ধর্মস্থান নয়, বিয়ে হল হাসপাতালে। ভ্যালেন্টাইন্স ডে-তে জানুন অন্যরকম এই অঙ্গীকারের কথা। রাজস্থানের রামগঞ্জমান্ডী থেকে কোটার এমবিবিএস হাসপাতালে বিয়ে করতে এলেন এক যুবক। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হাসপাতালেই হল মালাবদল-সহ বিয়ের অন্যান্য রীতি। তার পর নতুন কনে ফের ফিরে গেলেন তাঁর এখনকার ঠিকানায়, ওই হাসপাতালের শয্যায়। কারণ সেখানেই আপাতত তাঁর শুশ্রূষা চলছে। শরীরে মাল্টিপল ফ্র্যাকচারে আহত তিনি।
ভ্যালেন্টাইন্স ডে-তে জানুন অন্যরকম এই অঙ্গীকারের কথা
ভ্যালেন্টাইন্স ডে-তে জানুন অন্যরকম এই অঙ্গীকারের কথা
advertisement

হাসপাতালে এসে যিনি বিয়ে করলেন তাঁর নাম পঙ্কজ রাঠৌর। রামগঞ্জমান্ডীর ভাওপুরার এই বাসিন্দা বিয়ে করলেন রাওতভাতার তরুণী মধু রাঠৌরকে। গত সপ্তাহে তিনি বাড়িতে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যান। ১৫ টি সিঁড়ি গড়িয়ে পড়ে যান। তাঁর হাতে ও পায়ে একাধিক জায়গায় ভেঙে যায়। আঘাত পান মাথাতেও। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

advertisement

আরও পড়ুন :  বিবিসির দিল্লি, মুম্বইয়ের দফতরে আয়কর দফতরের হানা! মোদি তথ্যচিত্রের পাল্টা, অভিযোগ কংগ্রেসের

এর পর দুই পরিবারের আলোচনায় পঙ্কজ জানান তিনি হাসপাতালে গিয়েই বিয়ে করতে চান মধুকে। সেই ইচ্ছেই পালিত হয়। হাসপাতালের কাছেই একটি ঘরে সাজানো হয় মণ্ডপ। সেখানেই অনুষ্ঠিত হয় বিয়ের রীতিনীতি। হাসপাতালের ওয়ার্ড থেকে কনেকে মণ্ডপ পর্যন্ত নিয়ে আসেন বরই। মালাবাদল, মঙ্গলসূত্র পরানো, সিঁদুরদান-সব রীতিই পালিত হয়। শুধু হয়নি অগ্নিসাক্ষী করে সাতপাকে ঘোরা। কারণ কনে হাঁটতেই পারছেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

তবে এখনই শ্বশুরবাড়িতে যেতে পারবেন না মধু। ডাক্তাররা জানিয়েছেন আরও কয়েক দিন তাঁকে থাকতে হবে হাসপাতালে।

বাংলা খবর/ খবর/দেশ/
Valentine's Day: Offbeat Wedding: শরীরে একাধিক ফ্র্যাকচার নিয়ে শয্যাশায়ী কনে, হাসপাতালে এসে বিয়ে করলেন বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল