হাসপাতালে এসে যিনি বিয়ে করলেন তাঁর নাম পঙ্কজ রাঠৌর। রামগঞ্জমান্ডীর ভাওপুরার এই বাসিন্দা বিয়ে করলেন রাওতভাতার তরুণী মধু রাঠৌরকে। গত সপ্তাহে তিনি বাড়িতে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যান। ১৫ টি সিঁড়ি গড়িয়ে পড়ে যান। তাঁর হাতে ও পায়ে একাধিক জায়গায় ভেঙে যায়। আঘাত পান মাথাতেও। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
advertisement
আরও পড়ুন : বিবিসির দিল্লি, মুম্বইয়ের দফতরে আয়কর দফতরের হানা! মোদি তথ্যচিত্রের পাল্টা, অভিযোগ কংগ্রেসের
এর পর দুই পরিবারের আলোচনায় পঙ্কজ জানান তিনি হাসপাতালে গিয়েই বিয়ে করতে চান মধুকে। সেই ইচ্ছেই পালিত হয়। হাসপাতালের কাছেই একটি ঘরে সাজানো হয় মণ্ডপ। সেখানেই অনুষ্ঠিত হয় বিয়ের রীতিনীতি। হাসপাতালের ওয়ার্ড থেকে কনেকে মণ্ডপ পর্যন্ত নিয়ে আসেন বরই। মালাবাদল, মঙ্গলসূত্র পরানো, সিঁদুরদান-সব রীতিই পালিত হয়। শুধু হয়নি অগ্নিসাক্ষী করে সাতপাকে ঘোরা। কারণ কনে হাঁটতেই পারছেন না।
তবে এখনই শ্বশুরবাড়িতে যেতে পারবেন না মধু। ডাক্তাররা জানিয়েছেন আরও কয়েক দিন তাঁকে থাকতে হবে হাসপাতালে।