BBC: বিবিসির দিল্লি, মুম্বইয়ের দফতরে আয়কর দফতরের হানা! মোদি তথ্যচিত্রের পাল্টা, অভিযোগ কংগ্রেসের

Last Updated:
বিবিসি-র দফতরে আয়কর দফতরের হানা। Photo-Shutterstock
বিবিসি-র দফতরে আয়কর দফতরের হানা। Photo-Shutterstock
দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত তথ্যচিত্রের পরই ভারতে বিবিসি-র দু'টি প্রধান দফতর হানা দিল আয়কর দফতর৷ এ দিন সকালেই দিল্লি এবং মুম্বইয়ে বিবিসি-র দফতরে আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছেন বলে খবর৷
সূত্রের খবর, আন্তর্জাতিক ক্ষেত্রে কর ফাঁকি এবং লেনদেনের ক্ষেত্রে অনিয়ম নিয়ে বিবিসি-র বিরুদ্ধে ওঠা অভিযোগের সূত্র ধরেই সংস্থার দফতরে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা৷
advertisement
জানা গিয়েছে, বিবিসি-র দিল্লি দফতরে আয়কর দফতরের ২০ জনের একটি দল হানা দিয়েছে৷ অন্যদিকে, বিবিসি-র মুম্বইয়ের স্টুডিওতেও হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা৷
advertisement
তল্লাশি চলাকালীন বিবিসি-র সাংবাদিকদের ল্যাপটপ এবং মোবাইল ফোন নিজেদের হেফজাতে নি়য়েছেন আয়কর দফতরের আধিকারিকরা৷ তল্লাশি চলাকালীন এই দু'টি অফিসই সিল করা থাকবে৷ তল্লাশি সম্পর্কে কোনও তথ্য কাউকে না জানানোর জন্যও বিবিসি-র কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে৷
আয়কর দফতরের কর্তারা অবশ্য একে তল্লাশি অভিযান বলছেন না৷ তাঁদের দাবি, এটি একটি সমীক্ষা৷ সাংবাদিকদের ফোন, ল্যাপটপও ফিরিয়ে দেওয়া হবে৷
advertisement
আয়কর দফতরের একটি সূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, 'আমাদের কয়েকটি তথ্য সম্পর্কে পরিষ্কার হওয়া দরকার ছিল৷ সেই কারণেই আমাদের দল বিবিসি-র দফতরে সমীক্ষা চালাচ্ছে৷ তাঁরা হিসেবনিকেশ পরীক্ষা করে দেখবেন৷ তবে এটি তল্লাশি অভিযান নয়৷'
advertisement
সূত্রের খবর, বিবিসি-র ফিনান্স দফতরের থেকে লেনদেনের হিসেব এবং অক্যাউন্ট সংক্রান্ত তথ্য চেয়েছেন আধিকারিকরা৷
সম্প্রতি গুজরাত হিংসা এবং তাতে নরেন্দ্র মোদির ভূমিকাকে নিয়ে বিবিসি-র একটি তথ্যচিত্রকে নিয়ে তীব্র বিতর্ক ছড়ায়৷ ওই তথ্যচিত্রে যা দাবি করা হয়েছে, তা অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে কেন্দ্রীয় সরকার৷ ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াগুলিতে এই তথ্যচিত্রের প্রদর্শন নিষিদ্ধ করে কেন্দ্র৷ তার পরেই বিবিসি দফতরে আয়কর দফতরের আধিকারিকরা যাওয়ায় এই পদক্ষেপ ঘিরেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে৷
advertisement
কংগ্রেস অভিযোগ করেছে, যেহেতু বিবিসি-র তথ্যচিত্রে যেহেতু গুজরাত হিংসার জন্য নরেন্দ্র মোদির দিকে আঙুল তোলা হয়েছে, সেই কারণেই এবার বিবিসি-কে নিশানা করছে মোদি সরকার৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BBC: বিবিসির দিল্লি, মুম্বইয়ের দফতরে আয়কর দফতরের হানা! মোদি তথ্যচিত্রের পাল্টা, অভিযোগ কংগ্রেসের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement