রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলায় পেট্রোল ও ডিজেলের এই দাম দেশের মধ্যে সবচেয়ে বেশি। পঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন শ্রীগঙ্গানগর জেলার মানুষ দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকায় পেট্রোল ও ডিজেল কিনতে বাধ্য হচ্ছেন। এই জেলার সংলগ্ন প্রতিবেশী রাজ্য রাজস্থান, পাঞ্জাবে পেট্রোল ১৭ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১ টাকা কমে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন- কোভিডে 'সরকারের গাফিলতি'তে মৃত্যু হয়েছে ৪০ লক্ষ মানুষের: চাঞ্চল্যকর দাবি রাহুলের
advertisement
পাঞ্জাব সীমান্তে অবস্থিত পেট্রোল পাম্পগুলিতে রাজস্থানের গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। একইসঙ্গে শ্রীগঙ্গানগরের পেট্রোল পাম্পগুলি মাছি তাড়াচ্ছে। এই পরিস্থিতিতে বিরক্ত শ্রীগঙ্গানগর জেলার পেট্রোল পাম্প ব্যবসায়ীরা।
অন্যদিকে, শ্রীগঙ্গানগরের গ্রাহকরা পেট্রোল-ডিজেলের কথা বললেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। অবশ্য গত ১০ দিন ধরে শ্রীগঙ্গানগরে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। কিন্তু তা সত্ত্বেও মরুভূমির সীমান্তবর্তী জেলা শ্রীগঙ্গানগরে পেট্রোল ও ডিজেলের দাম শুধু রাজ্যেই নয়, সারা দেশেই সর্বোচ্চ।
শ্রীগঙ্গানগর জেলা পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আশুতোষ গুপ্তের মতে, রাজস্থানের রাজধানী জয়পুরের তুলনায় শ্রীগঙ্গানগরে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৪ থেকে ৬ টাকা বেশি। শ্রীগঙ্গানগর থেকে মাত্র ৫-৭ কিলোমিটার দূরে অবস্থিত পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব। সেখানকার তুলনায় শ্রীগঙ্গানগরে পেট্রোলের দাম ১৭ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ১১ টাকা বেড়েছে৷
শ্রীগঙ্গানগর সহ হনুমানগড় জেলার গ্রাহকরা প্রতিবেশী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানা থেকে তাদের যানবাহনে জ্বালানি ভরাচ্ছেন। এই কারণেই শ্রীগঙ্গানগর জেলা সদরের পেট্রোল পাম্পে তেল বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। পাঞ্জাব সীমান্তে অবস্থিত পেট্রোল পাম্পে তেল নিতে আসা ক্রেতারা বলছেন, পাঞ্জাবের পেট্রোল ও ডিজেল সস্তার কারণে তাদের এখানে আসতে হচ্ছে।
আরও পড়ুন- বারে বারেই পিছিয়ে যাচ্ছে অযোধ্যার রাম মন্দির উদবোধনের তারিখ! কিন্তু কেন?
ক্রেতারা বলছেন, রাজ্য সরকার এই ব্যবধান কমিয়ে আনলে তাদের পাঞ্জাবে আসতে হবে না। এতে শ্রীগঙ্গানগরের পেট্রোল পাম্প ডিলারদের বিক্রিও বাড়বে। সেই সঙ্গে রাজস্থান সরকারের রাজস্বও বাড়বে। কিন্তু জ্বালানির দামের বিশাল পার্থক্যের কারণে তাঁরা পাঞ্জাব সীমান্তে অবস্থিত পেট্রোল পাম্পে আসতে বাধ্য হচ্ছেন।