হোম /খবর /দেশ /
বারে বারেই পিছিয়ে যাচ্ছে অযোধ্যার রাম মন্দির উদবোধনের তারিখ! কিন্তু কেন?

Ayodhya Ram Mandir: বারে বারেই পিছিয়ে যাচ্ছে অযোধ্যার রাম মন্দির উদবোধনের তারিখ! কিন্তু কেন?

Ram Mandir Inauguration Date: রামের বসার জন্য গ্রানাইট দিয়ে একটি ছয় ফুট লম্বা আসন তৈরি করা হচ্ছে।

  • Last Updated :
  • Share this:

Ayodhya Ram Mandir: উত্তর প্রদেশের অযোধ্যা শহরে রামের জন্মস্থান হিসাবে বিবেচিত স্থানে রাম মন্দির নির্মাণের কাজ চলছে দ্রুত। সূত্রের খবর, ২০২৪ সালের মকর সংক্রান্তিতে উদ্বোধন করা হতে পারে এই মন্দিরটি। শনিবার দিল্লিতে জানিয়েছেন রাম জন্মভূমি মন্দির তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। দিল্লিতে আয়োজিত অযোধ্যা পরব অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটা জানিয়েছেন চম্পত।

“যদিও আগে আমি বলেছিলাম যে ২০২৩ সালের শেষদিক নাগাদ রাম জন্মভূমি মন্দির উদ্বোধন করা হবে। কিন্তু সূর্য দক্ষিণায়নে থাকবে বলে উদ্বোধনেরর তারিখ চূড়ান্ত করা যাবে না। তাই আমাদের লক্ষ্য মকর সংক্রান্তিতে এই বিশাল মন্দির উদ্বোধন করা। সেই সময় সূর্য উত্তরায়ণে প্রবেশ করবে, ফলে উপলক্ষ্যও শুভ হবে। বস্তুত, ১৪ জানুয়ারির আগে যে কোনও দিনই গত বছরের শেষ দিন,” বলেন চম্পত রাই। তিনি আরও জানান, সেই দিনই রামের মুর্তি তাঁর আসল জায়গায় বসানো হবে।

আরও পড়ুন- রাম মন্দিরের গর্ভগৃহ দেখে আবেগাপ্লুত যোগী! নিজের হাতে পাথরে লিখলেন 'শ্রী রাম'!

নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে কথা বলতে গিয়ে চম্পত রাই জানান, রামের বসার জন্য গ্রানাইট দিয়ে একটি ছয় ফুট লম্বা আসন তৈরি করা হচ্ছে।

“আমরা আশা করছি, এই বছরের অগাস্টে মন্দিতে ভিত্তি ও আসনের কাজ শেষ হলেই মন্দির নির্মাণ শুরু হবে,” বলেন চম্পত রাই৷ পাথর খোদাইয়ের কাজও শুরু হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গেও বসবে হনুমানের বিশালাকার মূর্তি, ঘোষণা মোদির

২০২০ সালের অগাস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের ভূমিপুজো করেন। তার পর থেকেই মন্দির নির্মাণের কাজ চলছে।

Published by:Madhurima Dutta
First published:

Tags: Ayodhya Ram Mandir, Ayodhya Ram Temple