TRENDING:

Rajasthan Elections Result 2023: বজায় রইল ‘রাজস্থানের রেওয়াজ’! কংগ্রেসের থেকে বেশ অনেকটাই এগিয়ে বসুন্ধরার বিজেপি

Last Updated:

Rajasthan Elections Result 2023 : রাজস্থানের ভোটের সমীক্ষায় পোল অব পোলের সমীক্ষায় বিজেপিকে ১১১টি আসন, কংগ্রেসকে ৭৪টি এবং অন্যান্যদের ১৪টি আসন দেওয়া হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থান: আজ কেন্দ্রীয় রাজনীতিতে মেগা ডে। লোকসভা ভোটের সেমি ফাইনাল৷ রাজস্থান সহ চার রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল৷ আজকের ফলাফল থেকেই পরিষ্কার হবে লোকসভা নির্বাচনের আগে ঠিক কতটা জমি শক্ত করতে পারল কংগ্রেস সহ ইন্ডিয়া জোট, আর ঠিক কতটা জমি দখল করে রাখতে পারল মোদি-শাহ-নাড্ডার বিজেপি৷ দিনের শুরুতেই ভোট গণনায় এগিয়ে বিজেপি৷ বর্তমানে ১৯৯টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ১০৭টি আসনে৷ কংগ্রেস এগিয়ে ৮০টি আসনে৷ অন্যান্য ৩টিতে৷
advertisement

Assembly Elections Result 2023 ( বিধানসভা নির্বাচনের ফলাফল) LIVE Updates

রাজস্থান বিধানসভায় আসন-সংখ্যা ২০০। তবে ভোটগ্রহণ আপাতত হল ১৯৯টি আসনে। রাজস্থান বিধানসভার ম্যাজিক ফিগার ১০১। তবে আপাতত দরকার ১০০টি আসন। বুথ ফেরত সমীক্ষায় এখনও পর্যন্ত রাজস্থানে কংগ্রেসকেই এগিয়ে রেখেছিল ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষার ফলাফল। এক নজরে দেখে নেওয়া যাক কী বলছিল অন্যান্যরা।

advertisement

বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার দাবি ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থাকবে অশোক গেহলটের কংগ্রেস। পাবে ৮৬ থেকে ১০৬ আসনে জয়, এই সমীক্ষা অনুযায়ী বিজেপি সেখানে পাবে ৮০ থেকে ১০০ আসনে জয়। অন্যান্যদের হাতে থাকবে ৯থেকে ১৮ টি আসন।

রাজস্থানের ভোটের সমীক্ষায় পোল অব পোলের সমীক্ষায় বিজেপিকে ১১১টি আসন, কংগ্রেসকে ৭৪টি এবং অন্যান্যদের ১৪টি আসন দেওয়া হয়েছিল।

advertisement

আরও পড়ুন: মধ্যপ্রদেশ জুড়ে গেরুয়া ঝড়! বুথ ফেরত সমীক্ষায় কার্যত উড়ে গেল কমলনাথের কংগ্রেস

বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে৷ তিনি ঝালারাপাটন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সতীশ পুনিয়া লড়ছেন অম্বর কেন্দ্র থেকে। বিধানসভা ভোটে সাত জন লোকসভা সাংসদকেও প্রার্থী করেছে বিজেপি। তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিক পদকজয়ী প্রাক্তন শুটার তথা জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর, রাজসমন্দের সাংসদ দিয়া কুমারী, ঝুনঝুনুর সাংসদ নরেন্দ্র কুমার, জালৌরের বিজেপি সাংসদ দেবজি পটেল, অজমেরের ভগীরথ চৌধুরি এবং অলওয়ারের সাংসদ মহন্ত বালকনাথ। এ ছাড়াও, প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ রাজ্যসভা সাংসদ কিরোরীলাল মিনাকে প্রার্থী করা হয়েছে সওয়াই মাধোপুর কেন্দ্রে।

advertisement

আরও পড়ুন:‘জ্যোতিপ্রিয়কে কেন মন্ত্রী বলব?’ প্রশ্ন তুলে তুমুল হট্টগোল! বেরিয়ে গেল বিজেপি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্য দিকে, কংগ্রেসের উল্লেখ্যযোগ্য প্রার্থী মুখ্যমন্ত্রী অশোক গহলৌত (সর্দারপুরা), প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট (টঙ্ক), প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিংহ দোতাসরা, প্রাক্তন এশিয়াড পদকজয়ী ‘ডিসকাস থ্রোয়ার’ কৃষ্ণা পুনিয়া এবং অটলবিহারী বাজপেয়ী জমানার কেন্দ্রীয় অর্থ এবং বিদেশমন্ত্রী প্রয়াত যশোবন্ত সিংহের ছেলে মানবেন্দ্র।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Elections Result 2023: বজায় রইল ‘রাজস্থানের রেওয়াজ’! কংগ্রেসের থেকে বেশ অনেকটাই এগিয়ে বসুন্ধরার বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল