সোনম গ্রেফতারের পরেই তাঁর প্রেগন্যান্সি টেস্ট করানো হয়, সেখানে প্রথমে রিপোর্ট অমীমাংসিত আসে। পরে ফের চিকিৎসক প্রেগন্যান্সি টেস্টের জন্য নির্দেশ দেন। পরে জানা যায় সেই রিপোর্ট নেগেটিভ ছিল। কিন্তু সন্তানের নাম কে রাখবে তা কিন্তু বিয়ের পরেই ঠিক করে ফেলেছিল রঘুবংশী দম্পতি। এক মজার খেলায় একাধিক প্রশ্ন করা হয়েছিল রাজা এবং সোনমকে। সেখানে সোনমই যে সন্তানের নাম ঠিক করবেন তা দু’জনে মিলে সকলকে জানান। শুধু এই একটি প্রশ্নই নয়, এ ছাড়াও একাধিক ব্যক্তিগত প্রশ্নও নবদম্পতিকে করা হয়েছিল।
advertisement
খেলায় প্রশ্ন ছিল রাগ করলে কে আগে সেই রাগ ভাঙানোর চেষ্টা করেন, সেখানে রাজাই প্রথম সরি বলতেন, তা দু’জনেই অকপটে স্বীকার করে নেন। রাজা রঘুবংশী ও সোনমের বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এটিই রাজা এবং সোনমের বিয়ের শেষ ভিডিও। সেই ভিডিওতে এই মজার খেলা রয়েছে। রাজা ও সোনম এই খেলায় অংশ নিচ্ছেন। দু’জনেই একে অপরের গোপন কথা জানাচ্ছেন হাসিমুখে সকলের সামনে।
খেলায় একজন উপস্থাপক রয়েছেন, যিনি সোনম ও রাজাকে প্রশ্ন করছেন। সকলের সামনে দু’জনকেই জুতা ও স্যান্ডেল তুলে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, এমনই নিয়ম। রাজা রঘুবংশী সোনমকে কতটা ভালবাসতেন তা এই খেলা থেকে স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন সকলে। রাজা তার স্ত্রী সোনমকে নিয়ে কী স্বপ্ন লালন করেছিলেন, তা এই খেলা থেকেই সবাই বুঝতে পেরেছে।
*কে সবচেয়ে বেশি ঘুমায়? এই প্রশ্নের উত্তরে রাজা ও সোনম রঘুবংশী দু’জনেই একে অপরের নাম নেন।
*বেড়াতে যেতে কার বেশি ভাল লাগে? উত্তরে জানা যায় রাজা বেশি বেড়াতে যেতে পছন্দ করেন।
*ঝগড়া হলে কে সরি বলে? সোনম চুপ করে ছিল এই প্রশ্নের উত্তরে, কিন্তু রাজা জুতো তুলে নেন এবং জানান তিনি সরি বলতেন।
*কে বাইরে যাওয়ার সময় রেডি হতে বেশি সময় নেয়? দু’জনেই স্যান্ডেল তুলে নেয়। অর্থাৎ সোনম প্রস্তুত হতে বেশি সময় নিতেন।
*শপিং করতে কার ভাল লাগে? সোনম ও রাজা দু’জনেই স্যান্ডেল তুলে নেন। অর্থাৎ সোনম শপিং করতে বেশি পছন্দ করেন।
*কে সন্তানের নাম রাখবে? দু’জনেই স্যান্ডেলও তুলে নেন। অর্থাৎ সোনম ও রাজা দুজনেই ঠিক করে ফেলেছিলেন, সন্তানের নাম রাখবেন সোনম।
প্রসঙ্গত, সোনম রঘুবংশী, প্রেমিক রাজ কুশওয়াহাকে সঙ্গে নিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করে। ১১ মে বিয়ে হয় সোনম-রাজার। ২০ মে মধুচন্দ্রিমার জন্য মেঘালয় যান দু’জনে। ২৩ মে সোনম, বিশাল চৌহান, আকাশ রাজপুত ও আনন্দ কুর্মি রাজাকে চেরাপুঞ্জির ওয়েইসোডং জলপ্রপাতের কাছে জঙ্গলে নিয়ে যান। সেখানে বিশাল কুড়ুল দিয়ে রাজার মাথায় আঘাত করা হয়, লুটিয়ে পড়েন তিনি। এরপর আহত রাজাকে খাদে ফেলে দেওয়া হয়।