TRENDING:

Dev on bullet train: বুলেট ট্রেন প্রকল্পে দেরির দায় রাজ্যের, দেবের প্রশ্নের জবাবে দাবি রেলমন্ত্রীর

Last Updated:

মুম্বাই-আহমেদাবাদ রুট ছাড়াও কেন্দ্রীয় সরকার আরও দু'টি নতুন বুলেট ট্রেন প্রকল্প চালু করতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : বুলেট ট্রেন চালু করতে দেরি হওয়ার দায় রাজ্য সরকারের ঘাড়ে চাপাল মোদি সরকার। তৃণমূল সাংসদ অভিনেতা দেবের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, মহারাষ্ট্র সরকার জমি অধিগ্রহণ করতে না পারায় এখনও বুলেট ট্রেন চালু করতে পারা যায়নি। মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন চালু হতে দেরি হওয়ার জন্য করোনা অতিমারীকেও দায়ী করেছেন তিনি।
বুলেট ট্রেন নিয়ে সংসদে প্রশ্ন করলেন দেব৷
বুলেট ট্রেন নিয়ে সংসদে প্রশ্ন করলেন দেব৷
advertisement

মুম্বাই-আহমেদাবাদ রুট ছাড়াও কেন্দ্রীয় সরকার আরও দু'টি নতুন বুলেট ট্রেন প্রকল্প চালু করতে পারে। মনে করা হচ্ছে ২০২২-২৩ সালে আরও দু'টি নতুন রুটে বুলেট ট্রেনের যাত্রা শুরু করার প্রকল্প শুরু করা হতে পারে। বুলেট ট্রেনের যোজনার সঙ্গে জড়িত আধিকারিকদের কথা অনুযায়ী, মুম্বই-আহমেদাবাদ রুট ছাড়াও অন্য দু'টি নতুন রুটে বুলেট ট্রেন চালানোর প্রজেক্টের কাজ শুরু করা হবে।

advertisement

আরও পড়ুন: অবিশ্বাস্য! পৃথিবী থেকে বুলেট ট্রেনে চড়ে সোজা চাঁদে! জেনে নিন কীভাবে

দিল্লি থেকে বারাণসী হাই-স্পিড রেল করিডর এবং মুম্বই-নাগপুর করিডরকে বুলেট ট্রেনের মাধ্যমে জোড়া হতে পারে। ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড দিল্লি থেকে বারাণসী হাই-স্পিড রেল করিডর সম্পূর্ণ পরিযোজনা রিপোর্ট ভারতীয় রেলওয়ের হাতে তুলে দিয়েছে। ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের মুখপাত্র জানিয়েছেন যে, মুম্বই-নাগপুর করিডরের জন্য সম্পূর্ণ পরিযোজনা রিপোর্ট শেষের পর্যায়ে রয়েছে, যা আগামী আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতীয় রেলওয়ের হাতে তুলে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: শিয়ালদহ- বনগাঁ শাখায় এবার নতুন লাইন? স্বরূপনগরকে রেলপথে জোড়ার উদ্যোগ

ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের এই মুখপাত্র জানিয়েছেন যে, আরও নতুন পাঁচটি রুটের বুলেট ট্রেনের পরিযোজনার কাজ করা হচ্ছে, যা ২০২৩ সালের মধ্যে শেষ হয়ে যাবে। ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের ঘোষণা অনুযায়ী, দিল্লি থেকে বারাণসী হাই-স্পিড রেল করিডর প্রজেক্টে বিভিন্ন ধরনের বিষয় জড়িয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে জমি অধিগ্রহণ, গ্রামের প্রভাব, সামাজিক প্রভাব ইত্যাদি।

advertisement

বর্তমানে ভারতের প্রথম বুলেট ট্রেনের যাত্রা শুরু করার জন্য মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্টের কাজ অনেকটাই এগিয়েছে। ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড খুব দ্রুত শেষ করতে চায় মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্টের কাজ। কিন্তু জমি অধিগ্রহণ এবং অন্যান্য প্রজেক্টের জন্য এই কাজ খুব ধীর গতিতে চলছে বলেই দাবি রেলের।

বাংলা খবর/ খবর/দেশ/
Dev on bullet train: বুলেট ট্রেন প্রকল্পে দেরির দায় রাজ্যের, দেবের প্রশ্নের জবাবে দাবি রেলমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল