TRENDING:

রেল বোর্ডের কড়া সার্কুলার, ধর্মঘটের প্রচার আটকাতে রেল অ্যাক্টের কঠোর ধারা

Last Updated:

৮ জানুয়ারির ধর্মঘটের সমর্থনে রেল-কর্মচারিদের প্রতিবাদ সপ্তাহে, ট্রেন চলাচলে শ্রমিক কর্মচারীদের বাধা, রেলের সম্পত্তির ক্ষতি, এবং যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হলে, কড়া ব্যবস্থা রেলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
TRIDIB BHATTACHARYA
advertisement

#কলকাতা: ৮ জানুয়ারির ধর্মঘটের সমর্থনে রেল-কর্মচারিদের প্রতিবাদ সপ্তাহে, ট্রেন চলাচলে শ্রমিক কর্মচারীদের বাধা, রেলের সম্পত্তির ক্ষতি, এবং যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হলে, কড়া ব্যবস্থা রেলের। রেল বোর্ডের পক্ষ থেকে এক সার্কুলারে একথা জানিয়ে, বাতিল করা হয়েছে ধর্মঘটের দিন নেওয়া সমস্ত ছুটিও। সার্কুলারে বলা হয়েছে, রেলশ্রমিক ও কর্মচারীদের সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচি চলার সময় এবং ধর্মঘটের দিন কোনরকমভাবে কোনও ছুটির আবেদন এবং সিএল’র আবেদন মঞ্জুর করা হবে না।

advertisement

রেল-বোর্ডের পক্ষ থেকে সমস্ত সব ডিভিসনের জেনারেল ম্যানেজারকে এই সার্কুলার পাঠান হয়েছে। সঙ্গে নির্দেশ, সার্কুলারের অন্যথা হলে, রেলওয়ে অ্যাক্ট ১৯৮৯-অনুযায়ী, ১৭৩, ১৭৪, ১৭৫ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই তিন ধারায়, মূলত রেল-কর্মচারিরা ট্রেন চলাচলে বাধা দিলে, রেলের সম্পত্তির ক্ষতি করলে, কিংবা যাত্রী নিরাপত্তা বিঘ্নিত করা হলে ব্যবহৃত হয়। কিন্তু নিছক বিক্ষোভ চলাকালীন, গেট মিটিংয়ের জন্য এমন ধারার উল্লেখ করে হুঁশিয়ারি কেন? রেলের শ্রমিক কর্মচারী ইউনিয়নগুলি এই ফতোয়ায় একই সঙ্গে বিস্মিত এবং ক্ষুব্ধ। রেল শ্রমিক কর্মচারিদের দাবি, জরুরী অবস্থা বা এসমা জারির সময় এমন হুঁশিয়ারি শোনা গেছিল।

advertisement

বামপন্থীদের ডাকে ৮জানুয়ারি, সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে নিজেদের অবস্থান জানিয়েছে, অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ইউনিয়ন। তারপরই রেল-বোর্ডের এই নোটিশ। ইআরএমইউ’র সাধারণ সম্পাদক অমিত ঘোষ কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "রেল বোর্ডের এমন পদক্ষেপে স্পষ্ট কেন্দ্রীয় সরকারের মনোভাব। ইউনিয়নও প্রত্যাঘাতের পথেই আছে।"

advertisement

২০১৪ সালে তৈরি বিবেক দেবরায় কমিটির সুপারিশ রূপায়ণের চাইছে কেন্দ্রের সরকার। কর্মী ইউনিয়নের অভিযোগ, বিবেক দেবরায় কমিটির সুপারিশ মেনে রেল ব্যাপক কর্মী সংকোচন ও বেসরকারিকরণের পথে হাঁটছে দিল্লি। ইআরএমইউ কোনভাবেই জনগণের সম্পত্তিকে, ব্যক্তিগত সম্পদে বদলাতে দেবেন না।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে, ২ থেকে ৭ জানুয়ারি রেল-কর্মচারিদের প্রতিবাদ সপ্তাহে, নজিরবিহীন সার্কুলারে আশংকা, কর্মচারিদের সঙ্গে কী সরাসরি সংঘাত চাইছে কেন্দ্রীয় সরকার?

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রেল বোর্ডের কড়া সার্কুলার, ধর্মঘটের প্রচার আটকাতে রেল অ্যাক্টের কঠোর ধারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল