প্রায় ৬ মিনিটের এক ভিডিয়ো বার্তায় যোগী বলেছেন, ''দাঙ্গাবাজরা অধৈর্য হয়ে উঠছে এবং সন্ত্রাসীরা বারবার হুমকি দিচ্ছে। আমার মনে কিছু কথা আছে, যা আপনাদেরকে বলতেই হবে। এই পাঁচ বছরে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে। সাবধান! যদি এই বিষয়গুলি আপনি ভুলে যান, তাহলে এই পাঁচ বছরের পরিশ্রম বেকার হয়ে যাবে। কাশ্মীর, কেরল, বাংলায় পরিণত হতে বেশি সময় লাগবে না উত্তরপ্রদেশের।'' সেই পরিপ্রেক্ষিতেই রাহুলের ট্যুইট, ''আমাদের ঐক্যবদ্ধ শক্তি আছে। আমাদের ঐক্যবদ্ধতা সংস্কৃতির, আমাদের ঐক্যবদ্ধতা বৈচিত্রের, আমাদের ঐক্যবদ্ধতা ভাষার, আমাদের ঐক্যবদ্ধতা মানুষের। আমাদের ঐক্যবদ্ধতা রাজ্যের। কাশ্মীর থেকে কেরল, গুজরাত থেকে পশ্চিমবঙ্গ। ভারত সব রঙেই সুন্দর। ভারতের চেতনাকে অপমান করবেন না।''
advertisement
আরও পড়ুন: সামনেই বড় ইভেন্ট, কিন্তু ভয়াবহ সমস্যা তৈরি হচ্ছে চিনে! কী ঘটছে?
এদিন যোগী আরও বলেছেন, ''আপনার ভোট আমার পাঁচ বছরের প্রচেষ্টার জন্য একটি আশীর্বাদ। আপনার ভোট আপনার ভয়মুক্ত জীবনের গ্যারান্টি হবে। কেন্দ্র এবং রাজ্যের ‘ডাবল-ইঞ্জিন’ সরকার ‘নিষ্ঠা ও প্রতিশ্রুতি সহকারে সব কাজ করবে। বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। গত পাঁচ বছরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও প্রতিশ্রুতি আপনারা দেখেছেন।''
আরও পড়ুন: নবান্নে করণ আদানি, মুখ্যমন্ত্রীর সঙ্গে ৪০ মিনিটের বৈঠক! বিনিয়োগ নিয়ে আলোচনা
উল্লেখ্য, বৃহস্পতিবার পশ্চিম উত্তরপ্রদেশের 'জাঠ-প্রধান' অঞ্চলের ৫৮ বিধানসভা আসনে ভোট হয়েছে। এই পর্বে ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শামলি, হাপুড়, গৌতম বুদ্ধ নগর, মুজাফফরনগর, মীরাট, বাগপত, গাজিয়াবাদ, বুলন্দশহর, আলিগড়, মথুরা এবং আগ্রা জেলার বিভিন্ন আসনে ভোট গ্রহণ হল আজকে। আর তারই মাঝে যোগী-রাহুল দ্বৈরথ সোশ্যাল মিডিয়ায়।