রায়বরেলির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই প্রথম খবরটি ছড়ায়। তাহলে কি বিয়ের বাদ্যি বাজছে? না। সম্ভাব্য পাত্রী বলে দিয়েছেন, পুরোটাই গুজব। রাহুল গান্ধি আমার দাদা।
আসলে অদিতি সিংয়ের পরিবারের সঙ্গে গান্ধি পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অদিতি নিজেই ৷ আর তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা ৷ তবে পাল্টা পোস্ট করে অদিতি এই খবর ভুয়ো বলে জানিয়ে দিয়েছেন ৷
advertisement
তবে ফেসবুক, ট্যুইটার, হোয়াটসঅ্যাপে অবশ্য ঘোরাফেরা করছে রাহুল ও অদিতির ছবি। সনিয়া গান্ধির সঙ্গেও জুটির ছবি রয়েছে। তা অদিতির পরিচয় কী? প্রিয়াঙ্কা গান্ধির খুব ঘনিষ্ঠ রায়বরেলির বিধায়ক অদিতি সিং । মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টের ডিগ্রি লাভ করেছেন তিনি।
২৯ বছরের অদিতি সিং রায়বরেলির ৫ বারের বিধায়ক অখিলেশ সিংয়ের কন্যা। প্রথমবার ৯০,০০০ ভোটের ব্যবধানে নির্বাচন জিতেছেন অদিতি।