TRENDING:

Rahul Gandhi | Narendra Modi: 'মোদি' পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য! খারিজ হয়ে যেতে পারে রাহুল গান্ধির সাংসদ পদ, আপাতত যাবেন না সংসদে

Last Updated:

রাহুল গান্ধি ইস্যুতে পরবর্তী পদক্ষেপ স্থির করতে বৃহস্পতিবার সন্ধে নাগাদই বৈঠকে বসেন কংগ্রেস নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য৷ মহা বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ গত বৃহস্পতিবারই তাঁকে মামলায় দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাতের একটি আদালত। যদিও প্রায় সঙ্গে সঙ্গেই জামিনের আবেদন করলে, সেই আবেদনও মঞ্জুর হয়ে যায় এদিন৷ গুজরাতের আদালতের ওই রায়ের বিরুদ্ধে এবার উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড। তবে, সূত্রের খবর, এই ঘটনায় তাঁর সাংসদ পদ খারিজ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে৷ তাই আপাতত কদিন রাহুলকে সংসদে না যাওয়ার পরামর্শ দিয়েছে কংগ্রেসের আইনজীবী শাখা।
advertisement

আইন অনুযায়ী কোনও ব্যক্তি দু'বছর বা তার বেশি সময়ের জন্য সাজা প্রাপ্ত হলে ওই ব্যক্তির সাংসদ অথবা বিধায়ক পদ তৎক্ষণাৎ খারিজ হয়ে যায়। এমনকি, তেমনটা হলে আগামী ছ'বছর নির্বাচনেও অংশ নিতে পারবেন না রাহুল গান্ধি। তাই সবকিছু দেখেশুনেই এবার এগোচ্ছে কংগ্রেস।

আরও পড়ুন: EVM নিয়ে বিরোধীদের বৈঠক, অথচ সেখানে গেল না TMC, কেন? তুঙ্গে জল্পনা

advertisement

আপাতত, সুরাত জেলা আদালত তাঁকে দু বছরের সাজা ঘোষণা করলেও উচ্চ আদালতে আবেদন করার জন্য ৩০ দিন সময় দিয়েছে। সেই সঙ্গে আদালত এ বিষয়ে জামিনও দিয়েছে তাঁকে। রাহুল গান্ধির সাংসদ পদ চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, "আগে বিশেষজ্ঞরা আইনি বিষয়টি বিচার বিবেচনা করুন। তারপরে এ বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হবে।"

advertisement

রাহুল গান্ধি ইস্যুতে পরবর্তী পদক্ষেপ স্থির করতে বৃহস্পতিবার সন্ধে নাগাদই বৈঠকে বসেন কংগ্রেস নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সেখানে গুজরাতের আদালতের রায়ের কপি নিয়ে আলোচনা করা হয়৷ যদিও রায়টি গুজরাতি ভাষায় লেখা ছিল। পরে সেই কপি অনুবাদ করা হয় দলের সদর দফতরে।

আরও পড়ুন: মাঝ আকাশে উড়তে উড়তে হঠাৎই বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান! ধানবাদে ভয়ঙ্কর ঘটনা

advertisement

সেই ২০১৯ সালের কথা। সেই সময় লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে একটি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি ধরে একটি মন্তব্য করেছিলেন রাহুল। তাঁর সেই মন্তব্যের বিরোধিতা করে একটি মামলা দায়ের করেন গুজরাতের প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা পুর্ণেশ মোদি। অভিযোগকারীর দাবি, এই মন্তব্যে রাহুল পুরো মোদি সম্প্রদায়কে অপমানিত করেছেন। বিষয়টি নিয়ে বিজেপিকে আগে থেকেই পাল্টা নিশানা করেছে কংগ্রেস। গুজরাতে প্রদেশ কংগ্রেসের ট্যুইটার থেকে বলা হয়েছে, "বিজেপির একনায়কতন্ত্রের সামনে মাথা নত আমরা করব না।" আদালতে মামলা ওঠার পরে ২০২১ সালে অক্টোবরে রাহুল গান্ধি নিজের বক্তব্য আদালতকে জানিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ধারা ৪৯৯ এবং ধারা ৫০০ (মানহানি) মামলা আনা হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

RAJIB CHAKRABORTY

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi | Narendra Modi: 'মোদি' পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য! খারিজ হয়ে যেতে পারে রাহুল গান্ধির সাংসদ পদ, আপাতত যাবেন না সংসদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল