বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় রাহুল গান্ধির নিরাপত্তায় বড় ধরনের ফাঁক ধরা পড়ল। রবিবার ‘বুলেট’ নিয়ে রাস্তায় নামেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবও বুলেটে সওয়ার হয়েই সঙ্গী হন রাহুলের। আর সেখানেই একাধিক বার ভিড় ঠেলে রাহুলের কাছাকাছি পৌঁছে যান অনেকে।
advertisement
স্বল্প গতিতে মোটরসাইকেল চালানো অবস্থায় রাহুলকে জড়িয়ে ধরেন কেউ, কেউ আবার তাঁকে চুম্বন করেন। এমতাবস্থায় ভিড় সামাল দিতে হিমশিম খেতে হল রাহুলের নিরাপত্তারক্ষীদের। আচমকা নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ঢুকে পড়েন এক যুবক। রাহুল গান্ধিকে চুমু খান। সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে দেন নিরাপত্তা কর্মীরা। এমন ঘটনায় চমকে যান কংগ্রেস সাংসদও।
রাহুলের পাশের বাইকে থাকা নিরাপত্তারক্ষী ওই যুবককে ধরে সপাটে চড় কষান। রাহুলকে চুমু খাওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। SIR-এর বিরোধিতায় ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল। এ দিন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে বাইক ব়্যালি করেন তিনি। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে আচমকাই ঘটে এই ঘটনা। কেউ কিছু বুঝে ওঠার আগেই রাহুলকে জড়িয়ে ধরে চুমু খান লাল জমা পরা এক যুবক। সঙ্গে সঙ্গে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। চলে আসেন কংগ্রেস কর্মীরাও। তাঁদের মধ্যে কয়েকজন যুবককে ধরে চড়-থাপ্পড় মারেন বলেও অভিযোগ।