TRENDING:

Rahul Gandhi: তাঁকে দেখেই 'মোদি', 'মোদি' চিৎকার, অসমে কী করলেন রাহুল? অবাক বিজেপি কর্মীরও

Last Updated:

বিজেপি অবশ্য পাল্টা দাবি করেছে, মোদির নামে জয়ধ্বনি এবং জয় শ্রীরাম ধ্বনি শুনে মেজাজ হারিয়েই রাহুল বিজেপি কর্মী সমর্থকদের দিকে তেড়ে যান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নওগাঁও: ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বে বিজেপি শাসিত অসমে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ আর সেখানে গিয়েই যাত্রাপথে ‘মোদি’, ‘মোদি’ চিৎকার শুনতে হল কংগ্রেস নেতাকে৷ যদিও যে বিজেপি সমর্থকরা রাস্তার পাশ থেকে রাহুলকে উদ্দেশ্য করে ‘মোদি’, ‘মোদি’, চিৎকার করছিলেন, তাঁদের উদ্দেশ্যে পাল্টা চুমু ছুড়ে দেন রাহুল গান্ধি৷ এমন কি, একসময় বাস থামিয়ে তাঁদের সঙ্গে গিয়ে কথাও বলেন রাহুল৷ নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার ভিডিও পোস্ট করে রাহুল গান্ধি লিখেছেন, ‘আমাদের ভালবাসার দোকান সবার জন্যই খোলা৷ জুড়বে ভারত, জুড়বে হিন্দুস্তান৷’
বাইরে তখন বিজেপি কর্মীদের স্লোগান, বাসের জানলার ধারে রাহুল গান্ধি৷ ছবি- রাহুল গান্ধির এক্স হ্যান্ডেল থেকে
বাইরে তখন বিজেপি কর্মীদের স্লোগান, বাসের জানলার ধারে রাহুল গান্ধি৷ ছবি- রাহুল গান্ধির এক্স হ্যান্ডেল থেকে
advertisement

এই ঘটনাটি ঘটেছে অসমের নওগাঁওতে৷ মণিপুর, নাগাল্যান্ড পেরিয়ে বর্তমানে অসমে পৌঁছেছে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা৷ এই ঘটনার কথা পরে অসমের একটি জনসভাতেও উল্লেখ করেন রাহুল৷ সেখানে তিনি বলেন, কংগ্রেস নরেন্দ্র মোদি অথবা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, কাউকেই ভয় পায় না৷ কংগ্রেস অবশ্য অভিযোগ করেছে, রাহুল গান্ধি, জয়রাম রমেশ সহ তাদের নেতাদের বিরক্ত করতেই এই কাজ করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা৷

advertisement

আরও পড়ুন: এআই নির্ভর ড্রোন, দশ হাজার সিসিটিভি ক্যামেরা! বেনজির নিরাপত্তার চাদরে অযোধ্যা

রাহুলের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য ব্যবহৃত বিশেষ বাসের জানলার ধারে বসে রয়েছেন৷ সেই সময় তাঁকে দেখতে পেয়েই রাস্তার পাশেই এক জায়গায় জড়ো হওয়া কিছু বিজেপি কর্মী সমর্থক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে জয়ধ্বনি দিতে শুরু করেন৷ ‘জয় শ্রীরাম’ বলেও চিৎকার করতে থাকেন তাঁরা৷ স্বভাবতই ভিড় সরিয়ে দিতে চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা৷ কোনও অনভিপ্রেত ঘটনার আশঙ্কায় বাসের ভিতরে রাহুল গান্ধির নিরাপত্তারক্ষীরাও তাঁকে আড়াল করার চেষ্টা করেন৷

advertisement

প্রথমে ওই ভিড়ের দিকে হাসি মুখে হাত নেড়ে, চুম ছুড়ে দেন রাহুল৷ তাতে যেন আরও উৎসাহিত হয়ে ‘মোদি’, ‘মোদি’ চিৎকার করতে থাকেন বিজেপি, সমর্থকরা৷ এর পরেই চালককে বাস থামানোর নির্দেশ দেন রাহুল৷ বাস থেকে নেমে ওই বিজেপি কর্মী, সমর্থকদের ভিড়েই মিশে যান তিনি৷

advertisement

বিজেপি অবশ্য পাল্টা দাবি করেছে, মোদির নামে জয়ধ্বনি এবং জয় শ্রীরাম ধ্বনি শুনে মেজাজ হারিয়েই রাহুল বিজেপি কর্মী সমর্থকদের দিকে তেড়ে যান৷ বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘নিরাপত্তারক্ষীরা ওনাকে আটকেছেন৷ ভালবাসার দোকান নয়, এটা আসলে অহঙ্কারের দোকানের উদাহরণ৷ জয় শ্রীরাম এবং মোদি, মোদি ধ্বনি শুনে রাহুল গান্ধি জনতার দিকে রেগে গিয়ে তেড়ে গেলেন৷ উত্তরাধিকারের জোরে ক্ষমতাবান একজন মানুষের উদ্ধত এবং লজ্জাজনক আচরণ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

যদিও রাহুল গান্ধি অবশ্য অসমের জনসভায় দাবি করেন, ‘এই জায়গায় পৌঁছনোর ২-৩ কিলোমিটার আগে ২০-২৫ জন বিজেপি কর্মী হাতে লাঠি নিয়ে আমাদের বাসের সামনে চলে আসেন৷ যখন আমি বাস থেকে নেমে এলাম, তখন ওঁরা পালিয়ে গেলেন৷ ওরা ভাবছে কংগ্রেস হয়তো বিজেপি এবং আরএসএস কর্মীদের ভয় পায়৷ ওরা কী স্বপ্ন দেখছে জানি না৷ আমাদের যত খুশি পোস্টার, প্ল্যাকার্ড ওরা ছিঁড়তে পারে, আমাদের কিছু যায় আসে না৷ নরেন্দ্র মোদি অথবা এখানকার মুখ্যমন্ত্রী, আমরা কাউকেই ভয় পাই না৷’

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: তাঁকে দেখেই 'মোদি', 'মোদি' চিৎকার, অসমে কী করলেন রাহুল? অবাক বিজেপি কর্মীরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল