আরও পড়ুন : ডঃ মনোহর লোহিয়াকে ভারতরত্ন দেওয়ার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি নীতীশ কুমারের
সূত্রের খবর, রাহুল ও লালুর এই সাক্ষাৎকার নিছকই সৌজন্যমূলক নয় ৷ দুই নেতার মধ্যে রাজনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে ৷ তবে দুই নেতার কেউই এই বিষয়ে মুখ খোলেননি ৷
advertisement
রবিবার রাহুল গান্ধি এক সভায় প্রধানমন্ত্রী ও বিজেপিকে নিশানা করার পরেই দুই নেতার এই সাক্ষাৎ রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন : রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হুগলির একমাত্র বৌদ্ধ মন্দির
এর আগে অসুস্থ লালুপ্রসাদকে দেখতে বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা, উপেন্দ্র কুশবা, অশ্বিনী চৌবে এইমসে গিয়েছিলেন ৷
জানা গিয়েছে, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদকে দিল্লি এইমস থেকে পটনা রিমসে পাঠাতে প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ অন্যদিকে লালুর ছেলে তেজস্বী বাবার স্বাস্থ্যের কথা ভেবে তাঁকে এইমসেই রাখতে চাইছেন ৷