TRENDING:

Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেতেই চমকে দিলেন রাহুল গান্ধি, প্রথমেই বদলে গেল ট্যুইটার বায়ো!

Last Updated:

Rahul Gandhi: রাহুল গান্ধি লোকসভার সদস্যপদ পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি সোমবার তাঁর ট‍্যুইটার বায়োতে ‘অযোগ্য এমপি’ থেকে 'সংসদের সদস্য' এ পরিবর্তন করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লিঃ সাংসদ পদ ফিরেই পেতেই ট‍্যুইটার বায়ো বদলে দিল কংগ্রেস নেতা এবং সাংসদ রাহুল গান্ধি। তাঁর লোকসভার সদস্যপদ পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি সোমবার তাঁর ট‍্যুইটার বায়োতে ‘অযোগ্য এমপি’ থেকে ‘সংসদের সদস্য’ এ পরিবর্তন করেছেন। গত মার্চ মাসে কেরলের ওয়েনাডের রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল হওয়ার পর তিনি তাঁর ট‍্যুইটার বায়ো বদল করে দেন।
প্রথম পদক্ষেপেই বদলে গেল ট্যুইটার বায়ো!
প্রথম পদক্ষেপেই বদলে গেল ট্যুইটার বায়ো!
advertisement

আরও পড়ুনঃ সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি, বিজ্ঞপ্তি লোকসভার সচিবালয়ের

সোমবার, লোকসভার সচিবালয়ের থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ডের শাস্তির উপরে স্থগিতাদেশ জারি করার পরই তাঁর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল৷ গত মার্চ মাসে কেরলের ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷

advertisement

রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পেতেই উৎসব শুরু হয়ে গিয়েছে দিল্লির কংগ্রেস সদর দফতরে৷ কংগ্রেসের প্রথম থেকেই দাবি ছিল, রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের জন্য চক্রান্ত করা হয়েছে৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে স্বস্তিতে কংগ্রেসের শীর্ষ নেতা৷

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধিকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাতের একটি আদালত৷ যার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়৷ গত শুক্রবার নিম্ন আদালতের এই নির্দেশের উপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট৷ তার পরেই রাহুল গান্ধির সাংসদ পদ ফেরাতে কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করা হয় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেতেই চমকে দিলেন রাহুল গান্ধি, প্রথমেই বদলে গেল ট্যুইটার বায়ো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল