Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি, বিজ্ঞপ্তি লোকসভার সচিবালয়ের

Last Updated:

মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধিকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাতের একটি আদালত৷ যার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়৷

নয়াদিল্লি: সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি৷ এ দিন লোকসভার সচিবালয়ের থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে৷ সুপ্রিম কোর্ট রাহুল গান্ধি ২ বছরের কারাদণ্ডের শাস্তির উপরে স্থগিতাদেশ জারি করার পরই তাঁর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল৷ গত মার্চ মাসে কেরলের ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷
রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পেতেই উৎসব শুরু হয়ে গিয়েছে দিল্লির কংগ্রেস সদর দফতরে৷ কংগ্রেসের প্রথম থেকেই দাবি ছিল, রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের জন্য চক্রান্ত করা হয়েছে৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে স্বস্তিতে কংগ্রেসের শীর্ষ নেতা৷
advertisement
advertisement
মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধিকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাতের একটি আদালত৷ যার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়৷ গত শুক্রবার নিম্ন আদালতের এই নির্দেশের উপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট৷ তার পরেই রাহুল গান্ধির সাংসদ পদ ফেরাতে কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করা হয় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে৷
advertisement
advertisement
রাহুল গান্ধির সাংসদ পদ ফিরে পাওয়াকে নিজেদের জয় হিসেবেই দেখছে কংগ্রেস শিবির৷ কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধির একটি ছোট ভিডিও ট্যুইট করে লেখা হয় অপ্রতিরোধ্য৷
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংসদে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী পক্ষের নেতাদের মিষ্টিমুখ করিয়ে বলেন, ‘রাহুল গান্ধির সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই৷ এই সিদ্ধান্তে ভারতবর্ষের মানুষ বিশেষত ওয়েনাডের বাসিন্দারা স্বস্তি পাবেন৷ তাঁদের মেয়াদের বাকি সময়টুকু বিরোধী নেতাদের নিশানা করে গণতন্ত্রকে দমন না করে বরং জনসেবার প্রকৃত দায়িত্বগুলো পালন করুক সরকার৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি, বিজ্ঞপ্তি লোকসভার সচিবালয়ের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement