Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি, বিজ্ঞপ্তি লোকসভার সচিবালয়ের

Last Updated:

মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধিকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাতের একটি আদালত৷ যার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়৷

নয়াদিল্লি: সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি৷ এ দিন লোকসভার সচিবালয়ের থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে৷ সুপ্রিম কোর্ট রাহুল গান্ধি ২ বছরের কারাদণ্ডের শাস্তির উপরে স্থগিতাদেশ জারি করার পরই তাঁর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল৷ গত মার্চ মাসে কেরলের ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷
রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পেতেই উৎসব শুরু হয়ে গিয়েছে দিল্লির কংগ্রেস সদর দফতরে৷ কংগ্রেসের প্রথম থেকেই দাবি ছিল, রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের জন্য চক্রান্ত করা হয়েছে৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে স্বস্তিতে কংগ্রেসের শীর্ষ নেতা৷
advertisement
advertisement
মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধিকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাতের একটি আদালত৷ যার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়৷ গত শুক্রবার নিম্ন আদালতের এই নির্দেশের উপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট৷ তার পরেই রাহুল গান্ধির সাংসদ পদ ফেরাতে কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করা হয় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে৷
advertisement
advertisement
রাহুল গান্ধির সাংসদ পদ ফিরে পাওয়াকে নিজেদের জয় হিসেবেই দেখছে কংগ্রেস শিবির৷ কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধির একটি ছোট ভিডিও ট্যুইট করে লেখা হয় অপ্রতিরোধ্য৷
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংসদে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী পক্ষের নেতাদের মিষ্টিমুখ করিয়ে বলেন, ‘রাহুল গান্ধির সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই৷ এই সিদ্ধান্তে ভারতবর্ষের মানুষ বিশেষত ওয়েনাডের বাসিন্দারা স্বস্তি পাবেন৷ তাঁদের মেয়াদের বাকি সময়টুকু বিরোধী নেতাদের নিশানা করে গণতন্ত্রকে দমন না করে বরং জনসেবার প্রকৃত দায়িত্বগুলো পালন করুক সরকার৷’
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি, বিজ্ঞপ্তি লোকসভার সচিবালয়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement