TRENDING:

প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনেই চলছে ওডিশার প্রশাসন, ফের বিস্ফোরক রাহুল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর: ‘রাজ্যের রাজনৈতিক বা বিশেষ প্রশাসনিক সুবিধা পাওয়ার উদ্দেশে শিল্পপতিরা রাজ্যের মুখ্যমন্ত্রীর মার্কেটিংয়ের জন্য টাকা বিনিয়োগ করেন ৷’ শুক্রবার 'The Odisha Dialogue'-এ যোগ দিতে গিয়ে ভুবনেশ্বরে নবীন পট্টনায়েকের সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷
advertisement

আরও পড়ুন:  ফের মেট্রোয় আগুন ! আতঙ্কে দিশেহারা যাত্রীরা

রাহুল বলেন, ‘‘বিজেপি এবং বিজেডি সরকারের মধ্যে কোনও ফারাক নেই ৷ দু’জনেই এক মডেলের উপর ভিত্তি করেই রাজত্ব চালাচ্ছে ৷ সেটি হল ‘গুজরাত মডেল’ ৷ কেন্দ্রে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াই করছি ৷ আর এদিকে ওডিশায় মোদির ‘পার্টনার’ নবীন পট্টনায়কের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে ৷’’

advertisement

আরও পড়ুন: ভোটের আগে বড় ঘোষণা ! ১০ হাজার টাকা নগদ সঙ্গে স্মার্টফোন বিনামূল্যে

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

একইসঙ্গে রাহুল আরও বলেন, ‘যখন আমরা রাজ্য চালাই ৷ তখন আমরা সাধারণ মানুষের কথা শুনি ৷ কিন্তু মোদি কিংবা নবীন পট্টনায়েক তেমন ভাবে ভাবেন না ৷’ রাহুলের দাবি, ‘গত পাঁচ বছরে দেশে কী হয়েছে ? ধ্বংসের পথে এগিয়ে গিয়েছে দেশ ৷ দেশের স্বাস্থ্য পরিচর্চা ব্যবস্থার অবস্থা শোচনীয় হয়েছে ৷ উচ্চশিক্ষার জন্য একটি গরিব কিংবা মধ্যবিত্ত পরিবারকে কোটি কোটি টাকা খরচ করতে হয় ৷ কেন এমন অবস্থা দেশের ?’ প্রশ্ন তোলেন রাহুল ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনেই চলছে ওডিশার প্রশাসন, ফের বিস্ফোরক রাহুল