ভোটের আগে বড় ঘোষণা ! ১০ হাজার টাকা নগদ সঙ্গে স্মার্টফোন বিনামূল্যে

Last Updated:
#হায়দরাবাদ: লক্ষ্য রাজ্যের বিধানসভা এবং ২০১৯ লোকসভা নির্বাচন ৷ ফের অন্ধ্রপ্রদেশ দখল করতে তৎপর শাসকদল টিডিপি ৷ আসন্ন দুই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মহিলাদের উদ্দেশে বড়সড় ঘোষণা নাইডু সরকারের ৷ এই দুই নির্বাচনে বাজিমাত করতে নগদ টাকা এবং স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু ৷
রাজ্যের সমস্ত মহিলাদেরকে একটি করে স্মার্টফোন এবং ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন চন্দ্রবাবু নাইডু ৷ শুক্রবার অমরাবতীতে একটি জনসভায় এই ঘোষণা করেন তিনি ৷ নাইডুর ঘোষিত এই নয়া স্কিমের অন্তর্ভুক্ত টাকাটি তিনটি ভাগে চেক মারফত মহিলাদের দেওয়া হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ৷
প্রথম ভাগে ২,৫০০ টাকা, দ্বিতীয় ধাপে ৩,০০০টাকা এবং শেষভাগে ৪,৫০০ টাকা দেওয়া হবে ৷ ২,৫০০ টাকা ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন মহিলারা ৷ মার্চে ৩,০০০ টাকা তুলতে পারবেন মহিলারা ৷ সবশেষে, এপ্রিল মাসে ৪,৫০০ টাকা তুলতে পারবেন মহিলারা ৷ এর পাশাপাশি খুব শীঘ্রই স্মার্টফোনও রাজ্যের প্রতিটি মহিলাদের হাতে তুলে দেওয়া হবে ৷
advertisement
advertisement
এই প্রসঙ্গে নাইডু বলেন, ‘আমি রাজ্যের প্রতিটি মহিলার আত্মসম্মান রক্ষা করতে চাই ৷ একজন ভাই হয়ে সকলের পাশে দাঁড়াতে চাই ৷ তারজন্য যদি কারোওর কাছে আমাকে হাত পেতে টাকা যোগাড় করতে হয় ৷ তাহলেও আমি রাজি আছি ৷’
সরকারি হিসেব-নিকেশ অনুযায়ী, রাজ্যে সবমিলিয়ে প্রায় ৯৩ লাখ মহিলা রয়েছেন ৷ এই নয়া স্কিমের জেরে প্রায় ৯৪০০ কোটি টাকা খরচ হতে চলেছে রাজ্য সরকারের ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটের আগে বড় ঘোষণা ! ১০ হাজার টাকা নগদ সঙ্গে স্মার্টফোন বিনামূল্যে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement