আরও পড়ুনঃ দিনেদুপুরে মাঝরাস্তায় 'বাইকেই' দেদার Romance...! 'ভালোবাসায়' মত্ত দম্পতি! তোলপাড় নেটপাড়া
বৃহস্পতিবার, কংগ্রেস সদর দফতরে সাংবাদিক বৈঠকে, রাহুল গান্ধি বলেছেন যে তিনি সংসদ ভবনে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন এবং তাঁর অবস্থানের কথা জানিয়েছিলেন। একজন নির্বাচিত সাংসদ হিসাবে তাঁর কথা বলার অধিকার আছে, বিশেষ করে যখন চারজন মন্ত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
advertisement
রাহুল গান্ধির কথায় “যদি ভারতে গণতন্ত্র থেকে থাকে এখনও, তাহলে আমি সংসদে আমার কথাগুলো বলতে পারব। আসলে আপনারা যা দেখছেন তা ভারতের গণতন্ত্রের পরীক্ষা। বিজেপির চারমন্ত্রী একজন সাংসদকে নিয়ে অভিযোগ করার পরে, সেই সাংসদকে কি তাঁর বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে নাকি চুপ থাকতে বলা হবে? এই মুহূর্তে দেশবাসীর সামনে সেটাই আসল প্রশ্ন।”
আরও পড়ুনঃ দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে এলোপাথাড়ি হাওয়া.. কৃষকদের জন্য 'বড়' নির্দেশ হাওয়া অফিসের
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জাতীয় সভাপতি জে.পি নাড্ডা শুক্রবার রাহুল গান্ধিকে যুক্তরাষ্ট্রে তাঁর মন্তব্যের জন্য তীব্র আক্রমণ করে বলেন যে কংগ্রেসের ওয়েনাদের সাংসদ ‘ দেশদ্রোহী দলের স্থায়ী সদস্য হয়ে উঠেছেন।’ তিনি এএনআই-কে আরও বলেন ‘এটি দুর্ভাগ্যজনক যে কংগ্রেস দল দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছে। বারবার দেশবাসীর দ্বারা প্রত্যাখিত হওয়ার পরে, রাহুল গান্ধি এখন দেশদ্রোহী দলের স্থায়ী সদস্য হয়ে উঠেছেন।"
রাহুল গান্ধি বিদেশের মাটিতে "ভারতকে অপমান করেছেন" বলে বিজেপির করা অভিযোগের জবাব দেননি এদিনের সাংবাদিক বৈঠকে। তিনি বলেছেন যে তিনি আশাবাদী যে তাঁকে আজ শুক্রবার সংসদে কথা বলার অনুমতি দেওয়া হবে।