কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহুল স্বীকার করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে শুরু হওয়া উজ্জ্বলা যোজনা এবং পিএম জন ধন যোজনা অবশ্যই ভাল প্রকল্প৷ কিন্তু মাত্র দুটি প্রকল্পের ভিত্তিতে তিনি মোদি সরকারের সাফল্য বিচার করতে চান না৷ কারণ নরেন্দ্র মোদি দেশকে ধ্বংস করছেন বলেই অভিযোগ করেছেন রাহুল৷
advertisement
আরও পড়ুন: কেমব্রিজে রাহুল, তার মধ্যেই হাসপাতালে ভর্তি করতে হল সনিয়াকে
প্রত্যাশিত ভাবেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধির বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি৷ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, রাহুল গান্ধির অন্তত ইতালির প্রধানমন্ত্রী গিওর্জিয়া মেলোনির কথা শোনা উচিত কংগ্রেস নেতার৷ কারণ ইতালির প্রধানমন্ত্রী ভারত সফরে এসে নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন৷ অনুরাগ ঠাকুর বলেন, 'বিদেশের মাটিতে দেশের বদনাম করা এবং মিথ্যে কথা বলা রাহুল গান্ধির বরাবরের অভ্যাস৷' বিজেপি-র এক শীর্ষ নেতাও বলেন, শেষ পর্যন্ত রাহুল গান্ধিও গরিবদের কল্যাণে উজ্জ্বলা এবং জন ধন যোজনার মতো প্রকল্পগুলির প্রশংসা করতে বাধ্য হলেন৷
আরও পড়ুন: সাগরদিঘিতে বড় হার, তার পরেও অধীরকে 'ধন্যবাদ' জানালেন মমতা!
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাহুল গান্ধি বলেন, 'মহিলাদের গ্যাস সিলিন্ডার দেওয়া এবং সাধারণ মানুষের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা খুব একটা খারাপ জিনিস নয়৷ এটা বরং ভাল বিষয়৷' এর সঙ্গেই অবশ্য রাহুল যোগ করেন, কিন্তু এই ধরনের কথা বললে মূল বিষয় থেকে সরে যাওয়া হয়৷ কারণ আমার মতে মোদি ভারতবর্ষের কাঠামোকেই ধ্বংস করে দিচ্ছেন৷ ফলে আমাদের দেশকে টুকরো টুকরো করে দিয়ে উনি যদি দু-তিনটে ভাল নীতি গ্রহণ করে থাকেন, সেটাকে আমি ধর্তব্যের মধ্যে নিতে রাজি নই৷' মোদি সরকারের বিরুদ্ধে দেশের গণতন্ত্রকে ধ্বংস করার অভিযোগও এনেছেন রাহুল।
উজ্জ্বলা যোজনায় ইতিমধ্যেই ১১ লক্ষ মহিলাকে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে৷ অন্য দিকে প্রধানমন্ত্রী জন ধন যোজনায় তিরিশ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে৷