সিবিআই গৃহযুদ্ধ নিয়ে গোটা দেশ যখন উত্তাল তখন এই বিষয়ে একটি শব্দও বলেন নি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বক্তব্য রাহুলের । রাহুল আরও জানিয়েছেন, তিনি মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের সামনে আসেন, সাংবাদিকদের যাবতীয় প্রশ্নের জবাব দেন কিন্তু মোদি তা করেন না । এরপর রীতিমত বিদ্রুপ করেই মোদিকে কটাক্ষ করে রাহুল বলেছেন মোদিকে এইভাবে কোনও সাংবাদিক সম্মেলনে বসিয়ে রাফাল বা অন্যান্য দুর্নীতি নিয়ে ৩-৪ টে প্রশ্ন করা হোক, মোদি চেয়ার ছেড়ে পালিয়ে যাবেন, মন্তব্য করেছেন রাহুল ।
advertisement
গোটা দেশ জানত রাফাল দুর্নীতির তদন্ত শুরু হবে । তার আগেই কলেজিয়ামের সম্মতি ছাড়াই এই সিদ্ধান্ত নিয়ে বুঝিয়ে দিয়েছেন সঠিকভাবে তদন্ত হলে তিনি বিপদে পড়বেন, জানিয়েছেন রাহুল ।
Location :
First Published :
October 25, 2018 6:49 PM IST