এর আগে ২০২০ সালের ১৮ জুন একইভাবে চিঠি দিয়ে শিখ হিংসায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের রাজ্যে জানিয়েছিলেন আরপি সিং।আরপি সিং এদিন জানিয়েছেন, শেখ হিংসা নিয়ে সুপ্রিম কোর্ট বিচারপতি এসএম ধিংড়ার নেতৃত্বাধীন একটি এসআইটি গঠন করেছিল। সেই কমিটি ২০১৯ সালের ১৫ এপ্রিল কোর্টে নিজেদের রিপোর্ট পেশ করেছিল। ভারতীয় জনতা পার্টির নেতা আরপি সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাছে চিঠি লিখে সুপ্রিম কোর্টের বিচারপতি ধিংড়া কমিটির সুপারিশ কার্য করার আর্জি জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: মকরে আবহাওয়ার তুমুল বদল? কেমন থাকবে কলকাতা সহ বাকি রাজ্য, বড় আপডেট হাওয়া অফিসের
আরও পড়ুন: নিউ টাউনের রাস্তায় চাপ-চাপ রক্ত আর পড়ে দুই দেহ! রাতের ঘটনায় প্রবল আতঙ্ক
চিঠিতে তিনি লিখেছেন, বিচারপতি ধিংড়ার রিপোর্ট অনুসারে ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আদালতে এ ব্যাপারে আশ্বাস দিয়ে এসেছে।
এ দিকে গত মঙ্গলবার অমৃতসরে পৌঁছেই স্বর্ণ মন্দিরে প্রার্থনা করেছেন কংগ্রেস নেতা তথা দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি। ১১৭ দিন ধরে ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে দেশজুড়ে পদযাত্রা করছেন রাহুল গান্ধি। মঙ্গলবার হরিয়ানা থেকে পাঞ্জাব পৌঁছন তিনি। মঙ্গলবার কমলা রঙের পাগড়ি পরে স্বর্ণ মন্দিরে যান এবং প্রার্থনা করেন। রাহুল স্বর্ণমন্দিরে যাওয়ার পরেই নড়েচড়ে বসেছে বিজেপি এবং শিরোমনি অকালি দল।
প্রসঙ্গত উল্লেখ্য, পাঞ্জাবে এখন আম আদমি পার্টির সরকার। কংগ্রেসকে হারিয়ে আপের নয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। তবে রাজ্যে প্রধান বিরোধী দলের আসনে রয়েছে কংগ্রেস। পেছনে পড়ে গিয়েছে শিরোমণি অকালি দল এবং ভারতীয় জনতা পার্টি। এমন এক রাজনৈতিক সমীকরণের মধ্যে রাহুল গান্ধির পাঞ্জাব যাত্রাকে কটাক্ষ করে আক্রমণ করতে শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে আনছে বিজেপি।
রাজীব চক্রবর্তী