রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পেতেই উৎসব শুরু হয়ে গিয়েছে দিল্লির কংগ্রেস সদর দফতরে৷ কংগ্রেসের প্রথম থেকেই দাবি ছিল, রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের জন্য চক্রান্ত করা হয়েছে৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে স্বস্তিতে কংগ্রেসের শীর্ষ নেতা৷
আরও পড়ুন: পুলিশের তাড়া, পালাতে গিয়ে ভাগরথীতে ঝাঁপ কলেজ ছাত্রের! বহরমপুরে ভয়ঙ্কর কাণ্ড
মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধিকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাতের একটি আদালত৷ যার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়৷ গত শুক্রবার নিম্ন আদালতের এই নির্দেশের উপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট৷ তার পরেই রাহুল গান্ধির সাংসদ পদ ফেরাতে কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করা হয় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে৷
রাহুল গান্ধির সাংসদ পদ ফিরে পাওয়াকে নিজেদের জয় হিসেবেই দেখছে কংগ্রেস শিবির৷ কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধির একটি ছোট ভিডিও ট্যুইট করে লেখা হয় অপ্রতিরোধ্য৷
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংসদে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী পক্ষের নেতাদের মিষ্টিমুখ করিয়ে বলেন, ‘রাহুল গান্ধির সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই৷ এই সিদ্ধান্তে ভারতবর্ষের মানুষ বিশেষত ওয়েনাডের বাসিন্দারা স্বস্তি পাবেন৷ তাঁদের মেয়াদের বাকি সময়টুকু বিরোধী নেতাদের নিশানা করে গণতন্ত্রকে দমন না করে বরং জনসেবার প্রকৃত দায়িত্বগুলো পালন করুক সরকার৷’