তিনি বলেন, "আমি জানি জম্মু-কাশ্মীরের মানুষ কতটা দুর্ভোগ পোহাতে হয়েছে। আমি মাথা নিচু করে তোমাদের কাছে এসেছি। আমাদের সামনে ঘৃণা, সহিংসতা, বেকারত্ব ও মূল্যবৃদ্ধি বড় সমস্যা। বলা হচ্ছে দুই ভারত তৈরি হচ্ছে। একটি ধনকুবেরদের ভারত এবং অন্যটি ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিকদের ভারত। এখানে বিজেপি এবং আরএসএস জনগণের পকেট কাটাতে ব্যস্ত। লাভবান হচ্ছেন কোটিপতিরা।"
কংগ্রেস নেতা বলেন, "কৃষকদের বিরুদ্ধে তিনটি কালো আইন আনা হয়েছিল। জিএসটি-র মতো আইনের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের নির্মূল করা হয়েছে। কোটিপতি হলে জিএসটি নেই, ছোট ব্যবসায়ী বিক্রি করলে দুইটি জিএসটি।" রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা জম্মুর লখনপুর থেকে কাঠুয়া, হীরানগর, বানিহাল টানেল হয়ে কাশ্মীর উপত্যকায় যাবে। ৩০ জানুয়ারি শ্রীনগরে একটি বিশাল সমাবেশের মাধ্যমে কাশ্মীরের যাত্রা শেষ হবে।
আরও পড়ুন, বড় খবর! মাধ্যমিকের সময়সূচি বদল! মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত! জানুন
আরও পড়ুন, লং উইকএন্ডে বেড়াতে যাচ্ছেন আগামিকাল? জানুন কতটা ঠান্ডা থাকবে কলকাতা ও শহরতলিতে
অন্যদিকে, রাহুল গান্ধির কাশ্মীর সফর ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। দেহরক্ষীদের পাশাপাশি সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশও মোতায়েন থাকবে। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং মঙ্গলবার বলেছিলেন যে রাহুল গান্ধীকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।