আরও পড়ুন: ‘মিথ্যে বলছে কংগ্রেস!’ আম্বেদকর বিতর্কে এবার আসরে মোদি, সংসদে শোরগোল
অমিত শাহের মন্তব্যের পরেই মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, কংগ্রেস নিজেদের ”মিথ্যা চাপা দেওয়ার চেষ্টা করলে তা ভুল হবে”। এরপরেই বিরোধী দুই দলনেতা দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
আরও পড়ুন: মাইনাসে তাপমাত্রা…! ‘তীব্র’ শৈত্যপ্রবাহ ১২ রাজ্যে! আগামী ৫ দিন কী হবে বাংলায়?
advertisement
বুধবার রাজ্যসভায় সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর প্রসঙ্গে অমিত শাহের মন্তব্যের পরেই কংগ্রেসের বিরুদ্ধে আগ্রাসী আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এইদিন অমিত শাহের মন্তব্যের পক্ষে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন মোদি। তিনি লেখেন, “কংগ্রেস তাঁদের পচে যাওয়া সমাজ ব্যবস্থায় থেকে যদি মনে করে মিথ্যা দিয়ে বহু বছর ধরে তাঁদের ভুল গুলো ঢেকে রাখবে তাহলে তাঁরা ভুল করছে। বিশেষ করে তাঁরা যদি মনে করে ডঃ আম্বেদকরের দৃষ্টিভঙ্গির প্রতি যে অপমান তাঁরা করেছে তা শুধু মিথ্যা দিয়ে ঢেকে রাখবে তাহলে চরম ভুল করছে।” নিজের এক্স হ্যান্ডলে ঠিক এই ভাষাতেই কংগ্রেসের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। তিনি আরও লেখেন, “ভারতবর্ষের মানুষ দেখেছেন একটা সময় শুধু একটাই দল এবং একটাই পরিবার নানান অছিলায় বাবা সাহেব আম্বেদকরের দৃষ্টিভঙ্গিকে এবং তফশিলি জাতি/উপজাতি সম্প্রদায়ের মানুষদের উপর কীভাবে অপমান করেছেন।”
নরেন্দ্র মোদির এ হেন পোস্টের পর রাহুল-খাড়গের সাক্ষাত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।