TRENDING:

Radhika Yadav Update: ‘মেয়ের পয়সায় খায়!,’ টেনিস প্লেয়ার রাধিকা খুনে ভয়ঙ্কর স্বীকারোক্তি বাবার! কী ভাবে মেরেছে, বলল সব

Last Updated:

হরিয়াণার গুরুগ্রামের সেক্টর ৫৭ এ নিজের বাড়িতেই বাবা-মায়েরা সঙ্গে থাকতেন রাধিকা৷ রাজ্যস্তরে টেনিস খেলেছেন৷ সম্প্রতি একটা টেনিস অ্যাকাডেমিও খুলেছিলেন৷ পাশাপাশি, ইনস্টাগ্রাম রিলস, ভিডিও এই সব থেকেও ভালই অর্থ উপার্জন করতেন রাধিকা৷ অর্থনৈতিক ভাবে স্বাধীন হতে পেরেছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিয়াণা: সকাল সাড়ে ১০টা৷ রান্নাঘরে পিছন ফিরে রান্না করছিল মেয়েটা৷ পিছন থেকে বাবা এসে পর পর ৩টে গুলি করল বাবা৷ তার নিজেরই বাবা৷ মেঝেতে মেয়ে লুটিয়ে পড়ার পরে থামেননি তিনি৷ তারপরেও পর পর ২টো গুলি৷ মোট ৫টা৷ হরিয়াণার গুরুগ্রামে তরুণ টেনিস প্লেয়ারের খুনের ঘটনার হাড়হিম বর্ণনা লেখা রয়েছে FIR-এর ছত্রে ছত্রে৷ এখানেই শেষ নয়, সেখানে উঠে এসেছে নিহত রাধিকা যাদবের বাবা দীপক যাদবের পিছিয়ে থাকা তীব্র পুরুষতান্ত্রিক মনোভাব৷ মেয়ের প্রতি ঘৃণা৷
News18
News18
advertisement

হরিয়াণার গুরুগ্রামের সেক্টর ৫৭ এ নিজের বাড়িতেই বাবা-মায়েরা সঙ্গে থাকতেন রাধিকা৷ রাজ্যস্তরে টেনিস খেলেছেন৷ সম্প্রতি একটা টেনিস অ্যাকাডেমিও খুলেছিলেন৷ পাশাপাশি, ইনস্টাগ্রাম রিলস, ভিডিও এই সব থেকেও ভালই অর্থ উপার্জন করতেন রাধিকা৷ অর্থনৈতিক ভাবে স্বাধীন হতে পেরেছিলেন৷

আরও পড়ুন: ‘বাচ্চাটাকে একটু ধরবেন..,’ বলে সহযাত্রীর কোলে ১৫ দিনের বাচ্চাকে তুলে দিল মহিলা…তারপর যা হল, ভয়ঙ্কর! ছুটে আসতে হল GRP-কে

advertisement

এই বিষয়টাই ঠিক মেনে নিতে পারছিলেন না তাঁর বাবা দীপক যাদব৷ ঘটনার দিন গুলির শব্দ শোনা মাত্রই ওদেরই বাড়ির এক তলায় থাকা তাঁর কাকা ছুটে যান উপরে৷ এফআইআরে তিনি জানিয়েছেন, উপরে গিয়েই তিনি দেখেন রাধিকা রান্নাঘরের মেঝের মধ্যে পড়ে রয়েছে৷ রক্তে ভাসছে গোটা ঘর৷ সঙ্গে সঙ্গে তিনি ও তাঁর ছেলে রাধিকাকে নিয়ে হাসপাতালে গেলেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা৷

advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দীপক জেরায় স্বীকার করেছেন যে, তাঁর গ্রাম ওয়াজিরাবাদের লোকজনেরা, তাঁকে মেয়ের পয়সায় খায় বলে খোঁটা দিত৷ জেরায় দীপক পুলিশকে বলেছে, ‘‘আমি যখন ওয়াজিরাবাদে দুধ আনতে যেতাম, ওখানেও লোকে আমায় খোঁটা দিত৷ বলত আমি নাকি মেয়ের পয়সায় খাই৷ এই ব্যাপারটায় আমার ভীষণ খারাপ লাগত, মাথা গরম হয়ে যেত৷ কিছু লোক তো আমার মেয়ের চরিত্র নিয়েওকথা বলত৷ আমি বলেছিলাম ওকে টেনিস অ্যাকাডেমিটা বন্ধ করে দে৷ ও শোনেনি৷’’

advertisement

আরও পড়ুন: চলবে ভোটার তালিকা সংশোধন, স্থগিতাদেশ নয় এখনই! তবে নির্বাচন কমিশনকে বাড়তি পরামর্শ সুপ্রিম কোর্টের

এখানেই শেষ নয়, দীপক পুলিশকে জেরায় বলেছেন, ‘‘পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল৷ এটা আমার মান সম্মানের ব্যাপার৷ আমার মানে লাগছিল৷ আমার কাছে লাইসেন্সড রিভরভার ছিল৷ মেয়ে তখন রান্নাঘরে রান্না করছিল৷ আমি পিছন থেকে ওকে ৩টে গুলি মারি৷ কোমরে৷ আমি আমার মেয়েকে খুন করেছি৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, নিহতের মা মঞ্জু দেবী কোনও লিখিত বয়ান দিতে অস্বীকার করেছেন এই ঘটনায়৷ জানিয়েছেন, তিনি ঘরে দরজা বন্ধ করে ছিলেন, তাঁর জ্বর, মাথার যন্ত্রণা ছিল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Radhika Yadav Update: ‘মেয়ের পয়সায় খায়!,’ টেনিস প্লেয়ার রাধিকা খুনে ভয়ঙ্কর স্বীকারোক্তি বাবার! কী ভাবে মেরেছে, বলল সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল