Indian Railways: ‘বাচ্চাটাকে একটু ধরবেন..,’ বলে সহযাত্রীর কোলে ১৫ দিনের বাচ্চাকে তুলে দিল মহিলা...তারপর যা হল, ভয়ঙ্কর! ছুটে আসতে হল GRP-কে

Last Updated:
মুম্বইয়ের ভাসি GRP-র ঊর্ধ্বতন কর্তা কিরণ উন্ড্রে জানিয়েছেন, একটি এক্সপ্রেস ট্রেন থেকে ১৫ দিনের একরত্তিকে নিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে নেমেছিলেন এক মহিলা৷ বয়স ওই ৩০-৩৫ বছরের আশপাশে৷
1/10
রোজ কত কিছুই না ঘটে৷ ভারতীয় রেল এমনই বিশাল নেটওয়ার্ক, যে প্রত্যেক দিনই অদ্ভুত অভাবনীয় সব ঘটনার সাক্ষী থাকেন রেলকর্মীরা৷ সম্প্রতি তেমনই এক অকল্পনীয় দুঃখজনক ঘটনার কথা সামনে এল৷ Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] রোজ কত কিছুই না ঘটে৷ ভারতীয় রেল এমনই বিশাল নেটওয়ার্ক, যে প্রত্যেক দিনই অদ্ভুত অভাবনীয় সব ঘটনার সাক্ষী থাকেন রেলকর্মীরা৷ সম্প্রতি তেমনই এক অকল্পনীয় দুঃখজনক ঘটনার কথা সামনে এল৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
2/10
মুম্বইয়ের ভাসি GRP-র ঊর্ধ্বতন কর্তা কিরণ উন্ড্রে জানিয়েছেন, একটি এক্সপ্রেস ট্রেন থেকে ১৫ দিনের একরত্তিকে নিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে নেমেছিলেন এক মহিলা৷ বয়স ওই ৩০-৩৫ বছরের আশপাশে৷ Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] মুম্বইয়ের ভাসি GRP-র ঊর্ধ্বতন কর্তা কিরণ উন্ড্রে জানিয়েছেন, একটি এক্সপ্রেস ট্রেন থেকে ১৫ দিনের একরত্তিকে নিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে নেমেছিলেন এক মহিলা৷ বয়স ওই ৩০-৩৫ বছরের আশপাশে৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
3/10
তারপর বাচ্চাকে নিয়েই  CSMT-পানভেল লোকাল ট্রেনে ওঠেন ওই মহিলা৷ ওই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়েই পাদানির কাছে বসেছিলেন৷ সেই জন্য বিষয়টি নজরে পড়েছিল অনেকেরই৷  Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] তারপর বাচ্চাকে নিয়েই CSMT-পানভেল লোকাল ট্রেনে ওঠেন ওই মহিলা৷ ওই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়েই পাদানির কাছে বসেছিলেন৷ সেই জন্য বিষয়টি নজরে পড়েছিল অনেকেরই৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/10
সেই সময় কোলে সদ্যোজাত বাচ্চা নেওয়া ওই মহিলার কাছে দাঁড়িয়েছিলেন ওই লোকাল ট্রেনের নিত্যযাত্রী বছর ১৯ এর দিব্যা এবং তাঁর বন্ধু ভূমিকা মান৷  Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] সেই সময় কোলে সদ্যোজাত বাচ্চা নেওয়া ওই মহিলার কাছে দাঁড়িয়েছিলেন ওই লোকাল ট্রেনের নিত্যযাত্রী বছর ১৯ এর দিব্যা এবং তাঁর বন্ধু ভূমিকা মান৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
5/10
হঠাৎ করেই ওই মহিলা দিব্যাকে ডাকেন৷ বলেন, তাঁর সঙ্গে লাগেজ আছে, তার উপরে কোলে সদ্যোজাত৷ একা একা ট্রেন থেকে নামা ম্যানেজ করতে পারবেন না৷ তাই দিব্যা যদি তাঁকে একটু সাহায্য করে খুব ভাল হয়৷ Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] হঠাৎ করেই ওই মহিলা দিব্যাকে ডাকেন৷ বলেন, তাঁর সঙ্গে লাগেজ আছে, তার উপরে কোলে সদ্যোজাত৷ একা একা ট্রেন থেকে নামা ম্যানেজ করতে পারবেন না৷ তাই দিব্যা যদি তাঁকে একটু সাহায্য করে খুব ভাল হয়৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
6/10
দিব্যা মানবিকতার খাতিরে রাজি হন৷  লোকাল ট্রেনটি দাঁড়ায় জুইনগর স্টেশনে৷ লাগেজ নিয়ে মহিলা ট্রেন থেকে নামেন... Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] দিব্যা মানবিকতার খাতিরে রাজি হন৷ লোকাল ট্রেনটি দাঁড়ায় জুইনগর স্টেশনে৷ লাগেজ নিয়ে মহিলা ট্রেন থেকে নামেন... Generated image</dd> <dd>[/caption]
advertisement
7/10
ওই মহিলা মেয়ে দু’টির কোলে সদ্যোজাত বাচ্চাটিকে দিয়ে নেমে যান৷ পর দিব্যারা অপেক্ষা করলেও আর দেখতে পাননি ওই মহিলাকে৷ একসময় ছেড়ে দেয় লোকাল ট্রেন৷  Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] ওই মহিলা মেয়ে দু’টির কোলে সদ্যোজাত বাচ্চাটিকে দিয়ে নেমে যান৷ পর দিব্যারা অপেক্ষা করলেও আর দেখতে পাননি ওই মহিলাকে৷ একসময় ছেড়ে দেয় লোকাল ট্রেন৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
8/10
কী করবে বুঝতে না পেরে বাচ্চাটিকে নিয়ে বাড়ি চলে যান দিব্যা৷ তারপর সেখান থেকে ভাসি রেল পুলিশের কাছে গিয়ে বিষয়টি জানান৷  Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] কী করবে বুঝতে না পেরে বাচ্চাটিকে নিয়ে বাড়ি চলে যান দিব্যা৷ তারপর সেখান থেকে ভাসি রেল পুলিশের কাছে গিয়ে বিষয়টি জানান৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
9/10
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই মহিলা লোকাল থেকে নেমে রিকশ নিয়ে বেপাত্তা হয়ে  গেছে৷ এখনও তার খোঁজ চলছে খাণ্ডেশ্বর এলাকায়৷
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই মহিলা লোকাল থেকে নেমে রিকশ নিয়ে বেপাত্তা হয়ে গেছে৷ এখনও তার খোঁজ চলছে খাণ্ডেশ্বর এলাকায়৷
advertisement
10/10
সদ্যোজাত বাচ্চাটির বয়স ১৪ দিন৷ খুব দুর্বল৷ এনএমএমসি হাসপাতালের আইসিইউ-তে বর্তমানে সে ভর্তি৷
সদ্যোজাত বাচ্চাটির বয়স ১৪ দিন৷ খুব দুর্বল৷ এনএমএমসি হাসপাতালের আইসিইউ-তে বর্তমানে সে ভর্তি৷
advertisement
advertisement
advertisement