মঙ্গলবার সামনে আসে একটি ফেসবুক পোস্ট৷ যেখানে দ্বাদশ শতাব্দীর এই মন্দির বোমায় উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিজেডি-র রাজ্যসভার সাংসদ শুভাশিস খুন্তিয়া এবং পুরীর একটি শপিং কম্প্লেক্সও বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল৷
প্রতিদিন পুরীর মন্দিরে লক্ষ লক্ষ পর্যটক আসেন। সেই কারণে নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি ওড়িশা প্রশাসন। সংবাদ সংস্থা সূত্রে খবর, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড শুধু মন্দিরে নয়, ওই চত্বরের আশপাশের সংবেদনশীল এলাকাতেও তল্লাশি চালাচ্ছে। মন্দিরে পুণ্যার্থীদের প্রবেশের উপর এখনই কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। তবে মন্দিরে প্রবেশকারী প্রত্যেককেই পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করছেন নিরাপত্তারক্ষীরা।
advertisement
আরও পড়ুন: নিরাপত্তা নিয়ে সংশয়! বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে আনছে ভারত
স্থানীয় পুলিশ সূত্রের খবর, যে মহিলার অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছিল, তিনি বিষয়টির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন৷ দাবি করেন, তাঁর নাম ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট তৈরি করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে কেউ৷
ওই মহিলার বয়ানের উপরে ভিত্তি করে এক ব্যক্তির খোঁজ পায় পুলিশ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়৷
পুরীর সাইবার পুলিশ স্টেশনে এই বিষয়ে দায়ের হয়েছে মামলা৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘পুরীর মন্দির এবং তার চারপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে৷ ’’
অন্যদিকে, এই বিষয়ে পুরীর এসপি-র সঙ্গে দ্রুত ব্যবস্থার দাবি জানিয়েছেন সাংসদ খুন্তিয়া৷ সাংসদ জানিয়েছেন, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে ফোন করে হুমকিও দিয়েছে৷
