কারা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে গোবিন্দওয়াল সাহিব সেন্ট্রাল জেল, নাভার নতুন জেলা জেল, ভাটিণ্ডার মহিলা জেলে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে, ভয়ঙ্কর অপরাধী, গ্যাংস্টার, জীবনের ঝুঁকি রয়েছে এমন বন্দি, যৌন হেনস্থায় জড়িতদের এই সুযোগ দেওয়া হবে না।
আরও পড়ুন: গরুপাচার মামালায় এবার ২ আইপিএস অফিসারকে তলব ইডি-র
advertisement
আরও পড়ুন: ২৫ কোটিতে কপাল খুলল অটোচালকের! ৫৫ বছর ধরে চলছে দেশের এই রাজ্যে লটারির ব্যবসা
জেলে থাকাকালীন যে সমস্ত বন্দির আচরণ ভাল, তারাই এই সুযোগ পাবে। সঙ্গীরা নিজেদের মতো সময় কাটাতে পারবেন জেলের একটি নির্দিষ্ট ঘরে, ঘরের সঙ্গে থাকবে শৌচালয়ও। বরাদ্দ সময় দু’ঘণ্টা। তিন মাসে এক বারই মিলবে এই সুযোগ। স্বামী বা স্ত্রী, যিনি বন্দির সঙ্গে দেখা করতে আসছেন, তাঁকে বিয়ের প্রমাণপত্র দেখাতে হবে। পাশাপাশি, কোভিড, এইচআইভি বা অন্য কোনও সংক্রামক রোগ নেই, এমন মেডিক্যাল শংসাপত্রও জমা দিতে হবে।