TRENDING:

Punjab Encounter: পঞ্জাবে শেষ হল ভয়াল এনকাউন্টার, মুসেওয়ালার খুনি সহ চার গ্যাংস্টার খতম

Last Updated:

গত ২৯ মে পঞ্জাবের মনসা জেলায় খুন হন সিধু মুসেওয়ালা৷ তার একদিন আগেই রাজ্য সরকার মুসেওয়ালার নিরাপত্তা কমায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমৃতসর: গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার হত্যার সঙ্গে যুক্ত দুই গ্যাংস্টারকে গুলির লড়াইয়ে খতম করল পঞ্জাব পুলিশ৷ এ দিন সকাল থেকেই পঞ্জাবের আটারি সীমান্তের কাছে হোসিয়ার নগর গ্রামে গ্যাংস্টারদের সঙ্গে পুলিশের গুলির লড়াই শুরু হয়৷ সেই লড়াইতেই মোট চার জন গ্যাংস্টারকে নিকেশ করে পুলিশ৷
চার গ্যাংস্টারকে নিকেশ করল পঞ্জাব পুলিশের বিশেষ বাহিনী৷ Photo-PTI
চার গ্যাংস্টারকে নিকেশ করল পঞ্জাব পুলিশের বিশেষ বাহিনী৷ Photo-PTI
advertisement

এই চারজনের মধ্যে মুসেওয়ালা খুনে সরাসরি যুক্ত জগরূপ সিং রূপা এবং মনপ্রীত সিং ওরফে মন্নু কুসসাও ছিল৷ তাদের খোঁজেই এ দিন ওই গ্রামে হানা দিয়েছিল পঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স৷

আরও পড়ুন: ছ'টি মামলার সবকটিতেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন মহম্মদ জুবের

পুলিশ তাদের খোঁজ পেয়ে গিয়েছে বুঝতে পেরেই গুলি বর্ষণ শুরু করে দুই অভিযুক্ত৷ গোটা গ্রাম ঘিরে ফেলে পাল্টা জবাব দেয় পুলিশও৷ গ্রামবাসীদেরও বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়৷ দীর্ঘক্ষণ ধরে দু' পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলতে থাকে৷ একটি বাড়ির মধ্যে লুকিয়ে ছিল দুষ্কৃতীরা৷ গোটা বাড়িটি ঘিরে ফেলে তাদের পাল্টা জবাব দেয় পুলিশ৷ গ্যাংস্টারদের ছোড়া গুলিতে একটি বেসরকারি চ্যানেলের একজন চিত্রগ্রাহকও আহত হন৷

advertisement

শ্যুটআউট শেষ হওয়ার পর পঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্সের এডিজিপি প্রমোদ বান জানান, মুসেওয়ালা খুনে অভিযুক্ত দুই গ্যাংস্টার মন্নু এবং রূপার মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন: ঘুমন্ত মাকে খুন করে আত্মঘাতী বাবা!খড়্গপুরে ঘুম ভেঙে নৃশংস দৃশ্য দেখল দুই সন্তান

ওই পুলিশ কর্তা বলেন, 'মুসেওয়ালার খুনে অভিযুক্ত দুই শার্প শ্যুটারের এনকাউন্টারে মৃত্যু হয়েছে৷ ঘটনাস্থল থেকে পুলিশ একটি একে-৪৭ এবং একটি পিস্তল ছাড়াও প্রচুর পরিমাণে গোলা, বারুদ উদ্ধার করেছে৷ তিন জন পুলিশকর্মীও সামান্য জখম হয়েছেন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

গত ২৯ মে পঞ্জাবের মনসা জেলায় খুন হন সিধু মুসেওয়ালা৷ তার একদিন আগেই রাজ্য সরকার মুসেওয়ালার নিরাপত্তা কমায়৷ ২৮ বছর বয়সি গায়ক মুসেওয়ালা পঞ্জাবের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন৷ কানাডার বাসিন্দা গোল্ডি ব্রার নামে এক আন্তর্জাতিক গ্যাংস্টার পরে মুসেওয়ালাকে হত্যার দায় নেয়৷ গোল্ডি ব্রারকে ধরতে রেড কর্নার নোিটস জারি করেছে ইন্টারপোল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Punjab Encounter: পঞ্জাবে শেষ হল ভয়াল এনকাউন্টার, মুসেওয়ালার খুনি সহ চার গ্যাংস্টার খতম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল