Home /News /national /
Mohammed Zubair: ছ'টি মামলার সবকটিতেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন মহম্মদ জুবের

Mohammed Zubair: ছ'টি মামলার সবকটিতেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন মহম্মদ জুবের

Mohammed Zubair: মহম্মদ জুবেরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার একাধিক অভিযোগ ছিল।

 • Share this:

  #নয়াদিল্লি: সবকটি মামলা থেকেই জামিন পেলেন অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের। তাঁর বিরুদ্ধে উত্তপ্রদেশে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কয়েকটি অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই সবকটি মামলাতেই জামিন পেলেন মহম্মদ জুবের। আপাতত আদালত এই সমস্ত মামলা দিল্লিতে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছেন, একটি অদ্ভুত বৃত্তের মধ্যে পড়ে গিয়েছে প্রশাসন। সেই বৃত্তের মধ্যে থেকেই একটি কেসে মুক্তি পেলে সঙ্গে সঙ্গে অন্য আরও একটি কেসে জামিন আটকে দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়।

  আরও পড়ুন- আদালতে জয় বিজেপির! ২১ জুলাই শহিদ দিবসের দিনই শুভেন্দু অধিকারীর সভার অনুমতি!

  মহম্মদ জুবেরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার একাধিক অভিযোগ ছিল। আদালতে আইনজীবী বৃন্দা গ্রোভার ইতিমধ্যে জুবের-এর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন। তিনি বলেছিলেন, হাথরসের একটি আদালত পুলিশের একটি আবেদনের রায় এখনও দেয়নি, সেই প্রেক্ষিতে জামিন দেওয়া হোক। সেই আবেদন মঞ্জুর করার পরেই ১৫ জুলাই ফের পুলিশ হেফাজতের আবদনে সায় দেয় হাথরসের আদালত। সেই কারণেই ফের জেল বন্দি হতে হয় জুবেরকে। তিহার জেলেই বন্দি ছিলেন তিনি।

  Published by:Uddalak B
  First published:

  Tags: Mohammed Zubair

  পরবর্তী খবর