ট্যুইট বার্তায় সিধু লিখেছেন, 'জনতার স্বরই ঈশ্বরের স্বর৷ পঞ্জাবের মানুষের এই রায় বিনম্র ভাবে স্বীকার করছি৷ আপ-কে অভিনন্দন৷'
advertisement
আরও পড়ুন: চার রাজ্যেই ফিরছে বিজেপি, বিপর্যয়ের পর ফের ঘুরে দাঁড়ানোর দাবি রাহুলের
পঞ্জাবে আপ ঝড়ে কার্যত বিধ্বস্ত কংগ্রেস৷ বলা ভাল, আপে-র সামনে মাথা তুলতে পারেনি কোনও দলই৷ সিধুর পাশাপাশি দুই কেন্দ্র থেকে লড়েও পরাজিত হয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি৷ পরাজিত হয়েছেন কংগ্রেসের বিদায়ী মন্ত্রিসভার অধিকাংশ সদস্য৷
আরও পড়ুন: গেরুয়া ঝড় উত্তর প্রদেশে! ২০২৪-র আগে নতুন অক্সিজেন পেল বিজেপি
এর পাশাপাশি পাটিয়ালা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ ট্যুইট করে নিজেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ক্যাপ্টেন৷ মুখ্যমন্ত্রী পদ হারানোর পঞ্জাব লোক কংগ্রেস নামে নিজের দল গঠন করেছিলেন অমরিন্দর সিং৷ বিজেপি-র সঙ্গে জোটও গড়েছিলেন তিনি৷ কিন্তু ক্যাপ্টেনের সঙ্গে সেই জোটকেও প্রত্যাখ্যান করল পঞ্জাবের মানুষ৷
ট্যুইট বার্তায় অমরিন্দর সিং লিখেছেন, 'মানুষের রায় আমি মাথা পেতে নিচ্ছি৷ গণতন্ত্রের জয় হয়েছে৷ জাতপাতের ঊর্ধ্বে উঠে পঞ্জাবিরা পঞ্জাবিয়তের প্রকৃত উদ্দেশ্য মেনে মেনে ভোট দিয়েছেন৷'
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাবে ৯৩টি আসনে এগিয়ে রয়েছে আপ৷ মাত্র ১৭টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷