এই ভিডিওটি শেয়ার করা হয়েছে চান্নির নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও। ইতিমধ্যে সেই ভিডিও পেরিয়ে গিয়েছে ৩৫ হাজার ভিউ। যদি কেউ কেউ চান্নিকে এই নিয়ে ঠাট্টা করতে ছাড়েননি। কেউ লিখেছেন, ১০ মার্চের পর চান্নিকে এই কাজই করতে হবে। আগামী ৫ বছরে এই কাজই করতে হবে। এ দিকে ভোটের ফল নিয়ে পঞ্জাব কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে নানা পরিকল্পনা।
advertisement
আরও পড়ুন: ফলের আগেই গোয়ায় খেলা শুরু বিজেপি-র, তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে জোর টানাপোড়েন
বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষার ফলে দেখা গিয়েছে, পঞ্জাবে ক্ষমতাদখল করতে পারে আপ। যদি তা না হয়, যদি কোনও দলই ৫৯টি আসনের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারে, তা হলে বিধায়কদের দল বদলের সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের অন্দর থেকে এক নেতা সূত্র মারফত জানিয়েছেন, যদি কংগ্রেস ৪০টির মতো আসন পায় ও কোনও দলই ক্ষমতা দখল করতে না পারে, তাহলে ঘোড়া কেনাবেচার মতো ঘটনা ঘটতে পারে, সেই কারণেই এই বৈঠক ডাকা হয়েছে।