পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি নির্বাচন কমিশনারের কাছে আগেই পঞ্জাবে ১৪ ফেব্রুয়ারির ভোট পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তাঁর সে দাবি শেষপর্যন্ত মেনেই নেওয়া হল ৷
আরও পড়ুন-সঙ্গমের পরে ভয়ঙ্কর অ্যালার্জিতে কাবু আমেরিকার যুবতী, শেষে কন্ডোম বদলে মুশকিল আসান!
এর আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি কমিশনকে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেন জানান। নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রকে লেখা এক চিঠিতে ১৪ ফেব্রুয়ারি পঞ্জাব বিধানসভা নির্বাচনের ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানান চরণজিৎ সিং চান্নি। বিজেপি, বিএসপি-র প্রতিনিধিরাও কমিশনের কাছে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানান। এই দাবি মেনে কমিশন শেষপর্যন্ত পঞ্জাবের বিধানসভা নির্বাচনের দিন ১৪ তারিখ থেকে পিছিয়ে ২০ ফেব্রুয়ারি করে দিয়েছে। এক দফাতেই নির্বাচন সম্পন্ন হবে।
গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে প্রায় ২০ লক্ষ ভক্ত উত্তরপ্রদেশের বারাণসীতে ১০ থেকে ১৬ জানুয়ারি উপস্থিত থাকবেন। ১৪ ফেব্রুয়ারি নির্বাচন হলে তাঁরা ভোট দিতে পারতেন না। সে দিক বিবেচনা করেই নির্বাচন কমিশন শেষপর্যন্ত ভোট পিছিয়ে দিল।