ক্রেতাকে একটি পণ্য কিনতে বা পরিষেবা নিতে বর্তমানে একাধিক ট্যাক্স বা কর দিতে হয়। পরিষেবা কর, উৎপাদন শুল্কের মতো কিছু কর নেয় কেন্দ্র। রাজ্যগুলি নেয় সেলস ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, ভ্যাটের মতো কর। আলাদাভাবে না নিয়ে, এক ছাতার তলায় সব করকে আনতেই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা পণ্য ও পরিষেবা করের জন্ম। অর্থাৎ, ক্রেতা একটি পণ্য কিনলে বা পরিষেবা নিতে চাইলে যে একটিমাত্র কর দেবেন, সেটাই জিএসটি।
advertisement
।১,২১১ টি পণ্যের উপরে কী হারে কর বসবে, তা আগেই নির্ধারণ করেছে জিএসটি কাউন্সিল। বেশির ভাগ পণ্যের ক্ষেত্রেই করের হার রাখা হয়েছে ১৮ শতাংশ বা তার নীচে।
এর জেরে যেমন বেশ কিছু পণ্যের দাম যেমন কমতে পারে, তেমনই কিছু বিলাসবহুল দ্রব্যের দাম বাড়তে পারেও বলেও আশঙ্কা করা হচ্ছে । তাই পয়লা জুলাইয়ের আগে কয়েকটি সংস্থা, শপিং মল, ই-কমার্স সাইট গ্রাহকদের আকর্ষণীয় ছাড় দিচ্ছে।
জিএসটি লাগু হওয়ার আগে পুরনো স্টক ক্লিয়ার করার জন্যেই এই বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলি ৷ ফ্রিজ, টিভি এসি, কম্পিউটারের দাম জিওসটি লাগু হলে বাড়তে চলেছে ৷ ফলে প্রথম দিকে এই জিনিসের বিক্রি কমে যেতে পারে তাই পুরনো স্টক যতটা সম্ভব শেষ করতে চাইছে সংস্থাগুলি ৷
স্টক ক্লিয়ার করতে মার্কিন স্পর্টসওয়্যার সংস্থা গ্রাহকদের দিচ্ছে বাড়তি ১০ শতাংশ ছাড় ৷ প্রি GST এন্ড অফ সিজন সেলে অ্যালেন সোলি দিচ্ছে Buy 1 Get 1 free ৷ অন্যদিকে Levis দুটো কিনলে দুটো ফ্রি অফার দিচ্ছে ৷ Pepe Jeans buy-three-get-three দিচ্ছে ৷
ই কমার্স সাইটে BIBA ও W -র মতো ব্র্যান্ড জামা কাপড়ে দিচ্ছে ৩০ থেকে ৫০ শতাংশ ডিসকাউন্ট ৷
এর পাশাপাশি ইলেকট্রনিক সংস্থা স্যামসং, হিটাচি, প্যানাসোনিক ও ভিডিওকোনও ডিসকাউন্ট দেওয়া শুরু করেছে ৷