TRENDING:

আর কত শহিদ দেখব! এখনও চুপ কেন সরকার? ট্যুইট অখিলেশের

Last Updated:

পুলওয়ামার ফের ৪ জওয়ানের মৃত্যুর ঘটনায় কেন্দ্রকে ট্যুইটারে একহাত নিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সপা সুপ্রিমো অখিলেশ যাদব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনৌ: পুলওয়ামার ফের ৪ জওয়ানের মৃত্যুর ঘটনায় কেন্দ্রকে ট্যুইটারে একহাত নিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সপা সুপ্রিমো অখিলেশ যাদব৷ মোদি সরকারকে কটাক্ষ করে অখিলেশ লিখলেন, '৩ দিনের রাষ্ট্রীয় শোকের সময়সীমা কি আরও বাড়াতে হবে? কেন সরকার দেখছে ও অপেক্ষা করছে?'
advertisement

advertisement

রবিবার রাত থেকে পুলওয়ামায় জঙ্গি নিধন অভিযান শুরু করে ভারতীয় সেনা৷ জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ৪ জওয়ানের৷ মৃত্যু হয়েছে ১ জন সাধারণ নাগরিকেরও৷ সোমবার সকালে জঙ্গি নিধনে বড়সড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা৷ পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড আব্দুল রশিদ গাজিকে খতম করে সেনা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু বড় সাফল্যের মধ্যেও দুঃখের খবর হল ৪ জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনা৷ সেই ঘটনাতেই অখিলেশ বিজেপি সরকারকে কটাক্ষ করে ট্যুইট করেছেন, 'প্রতিদিন আমরা বীর জওয়ানদের শহিদ হওয়ার খবর পাচ্ছি৷ যখন বিজেপি নেতারা হাসি মুখে শহিদ জওয়ানদের শেষকৃত্যে অংশ নিচ্ছেন৷ কেন সরকার চুপ করে বসে দেখছে?'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আর কত শহিদ দেখব! এখনও চুপ কেন সরকার? ট্যুইট অখিলেশের