TRENDING:

'২৩ মে জনতার আদালতেই প্রমাণ হবে চৌকিদার চোর হ্যায়', বার্তা রাহুলের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিজেপির অভিযোগের প্রেক্ষিতে আজ শীর্ষ আদালতে ক্ষমা চেয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি । নির্বাচন, প্রচার ও সর্বোপরি রাজনৈতিক উত্তেজনার বশেই রাফাল চুক্তি প্রসঙ্গে 'গলি গলি মে শোর হ্যায়, হিন্দুস্থানকা চৌকিদার চোর হ্যায়' এই কথা বলেছিলেন তিনি, জানিয়েছেন রাহুল । পাশাপাশি তিনি জানিয়েছেন তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে ।
advertisement

নানাবিধ জল্পনার মধ্যেই সুপ্রিম রায়ের পর ফের ট্যুইট করেছেন রাহুল । তিনি লিখেছেন '২৩ মে জনতার আদালতেই বিচার হয়ে যাবে পদ্মের ছাপধারী চৌকিদারই আসলে চোর। ন্যায়বিচার হবেই ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

'গরিবদের টাকা লুঠ করে নিজের ধনী বন্ধুদের লাভবান করেন যিনি, সেই চৌকিদার শাস্তি পাবেন,' লিখেছেন রাহুল । প্রসঙ্গত, ২৩ মে লোকসভা নির্বাচনের ফলঘোষণা ও সেই দিনই স্পষ্ট হয়ে যাবে চৌকিদার চোর কিনা, এমনই মত রাহুলের।

বাংলা খবর/ খবর/দেশ/
'২৩ মে জনতার আদালতেই প্রমাণ হবে চৌকিদার চোর হ্যায়', বার্তা রাহুলের