তাঁর অভিযোগ ওই অধ্যাপক নাকি ছাত্রীকে তার প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলারও নির্দেশ দিয়েছিলেন। অধ্যাপকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যৌন হেনস্থার মামলা দায়ের করেছে পুলিশ।
advertisement
নির্যাতিতা তৃতীয় বর্ষের বিসিএ ছাত্রী। জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর ওই অধ্যাপক ছাত্রীকে নিজের বাড়িতে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। ছাত্রীর দাবি তিনি জানতেন না বাড়িতে সেই সময়ে আর কেউ থাকবে না। তারপরে অধ্যাপকের বাড়িতে গেলে তাকে ওই অধ্যাপক ব্যক্তিগত প্রশ্ন করেন এবং প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙতে বলেন।
আরও পড়ুন: সুন্দর স্তন পেতে যা ইচ্ছে করছেন তরুণীরা! সার্জারি নিষিদ্ধ, বক্ষে তল্লাশির নির্দেশ কিমের
সেই সময়ে ওই অধ্যাপক ছাত্রীকে জানান, তাকে পরীক্ষার ফল, টাকা এবং ক্লাসে উপস্থিতি নিয়ে ভাবতে হবে না, তারপরেই অধ্যাপক সেই ছাত্রীর গায়ে আপত্তিকর ভাবে স্পর্ষ করেন। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছে।