TRENDING:

বিমানে রয়েছে 'মানব বোমা'! হুমকি মেলে চাঞ্চল্য হায়দরাবাদে! ঘুরিয়ে দেওয়া হল বিমানের অভিমুখ

Last Updated:

হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ইমেলে বিমানে বোমা রাখা আছে এমন একটি বার্তায় চাঞ্চল্য ছড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ইমেলে বিমানে বোমা রাখা আছে এমন একটি বার্তায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইন্ডিগোর জেড্ডা থেকে হায়দরাবাদগামী বিমানে এই আতঙ্ক ছড়ায়।
ঘুরিয়ে দেওয়া হল বিমানের অভিমুখ
ঘুরিয়ে দেওয়া হল বিমানের অভিমুখ
advertisement

ইমেলের এই বার্তায় লেখা ছিল ওই বিমানে ‘মানব বোমা’ রাখা আছে। এই বার্তা পাওয়ার পরেই বিমানটিকে মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানেই বিমানটি জরুরি অবতরণ করে। আপাতত সুরক্ষিতভাবেই বিমানটি অবতরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর,বোমাতঙ্কের খবর পাওয়ার পরেই ভোর পাঁচটা ৩৯ মিনিট থেকে সকাল ৬টা ২২ মিনিটের মধ্যে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে একটি নীল নকশা করে ফেলা হয়। এরপরেই সেই বিষয়ে পদক্ষেপ করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাঁদের পাহাড় দেখেছিল শংকর, মেক্সিকোর আগ্নেয়গিরি শিখরে পা রাখল পাঁশকুড়ার অর্পিতা
আরও দেখুন

শনিবার ভোর পাঁচটা বেজে ২২ মিনিট নাগাদ ইমেলে জানানো হয় এলটিটিই-আইএসআই ১৯৮৪ মাদ্রাজ(এখন চেন্নাই) এয়ারপোর্ট বিস্ফোরণের ধাঁচের হামলার পরিকল্পনা করছে। এই বার্তা পাওয়ার পরেই তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে পদক্ষেপ করে এই বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে পুলিশি তদন্ত চলছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

বাংলা খবর/ খবর/দেশ/
বিমানে রয়েছে 'মানব বোমা'! হুমকি মেলে চাঞ্চল্য হায়দরাবাদে! ঘুরিয়ে দেওয়া হল বিমানের অভিমুখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল