ইমেলের এই বার্তায় লেখা ছিল ওই বিমানে ‘মানব বোমা’ রাখা আছে। এই বার্তা পাওয়ার পরেই বিমানটিকে মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানেই বিমানটি জরুরি অবতরণ করে। আপাতত সুরক্ষিতভাবেই বিমানটি অবতরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর,বোমাতঙ্কের খবর পাওয়ার পরেই ভোর পাঁচটা ৩৯ মিনিট থেকে সকাল ৬টা ২২ মিনিটের মধ্যে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে একটি নীল নকশা করে ফেলা হয়। এরপরেই সেই বিষয়ে পদক্ষেপ করা হয়।
advertisement
শনিবার ভোর পাঁচটা বেজে ২২ মিনিট নাগাদ ইমেলে জানানো হয় এলটিটিই-আইএসআই ১৯৮৪ মাদ্রাজ(এখন চেন্নাই) এয়ারপোর্ট বিস্ফোরণের ধাঁচের হামলার পরিকল্পনা করছে। এই বার্তা পাওয়ার পরেই তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে পদক্ষেপ করে এই বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে পুলিশি তদন্ত চলছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 01, 2025 8:24 PM IST
