TRENDING:

তৃণমূলের পাল্টা! কমিশন ঘেরাও-এর হুঁশিয়ারি বিজেপি নেতা সজল ঘোষের!

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় সেই হুঁশিয়ারির পাল্টা দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি লিখেছেন, এসআইআরের পরেও যদি একজনও অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থেকে যায়, তবে ১ লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশেষ নিবিড় সমীক্ষা বা ‘এসআইআর’  প্রক্রিয়ায় একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস । এবার সোশ্যাল মিডিয়ায় সেই হুঁশিয়ারির পাল্টা দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি লিখেছেন, এসআইআরের পরেও যদি একজনও অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থেকে যায়, তবে ১ লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবেন।
সজল ঘোষ
সজল ঘোষ
advertisement

প্রসঙ্গত, এসআইআর ঘোষণার পর থেকেই রাজ্যে রাজনৈতিক চাপানউতোর বাড়তে শুরু করে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কীভাবে মাত্র দু’মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধন সম্ভব?  তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, “আগে সরকার নির্বাচন করতে মানুষ ভোট দিতেন। আর এখন সরকার ঠিক করছে, কারা ভোট দেবেন।” এরপর তিনি সরাসরি নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন “যদি একজন বৈধ ভোটারেরও অধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে বাংলা থেকে এক লক্ষ লোক নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন।” বিজেপির পাল্টা চাপ যে অবৈধ ভোটারদের বাদ দেওয়া নিয়ে ক্রমশ বাড়ছে। তৃণমূল যখন বৈধ’ ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিয়ে কমিশনের উপর চাপ সৃষ্টি করছে, তখন ‘অবৈধ’ ভোটারদের বাদ দেওয়ার দাবিতে পাল্টা চাপ বাড়াল বিজেপি। গেরুয়া শিবির বারবার অভিযোগ করে আসছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বাংলায় আশ্রয় নিয়েছেন এবং তাদের ভোটার কার্ড তৈরি হয়েছে। বিজেপি নেতাদের দাবি, এসআইআর হলে এই অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়বে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার দাবি করেছেন, এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে ভোটার তালিকা থেকে প্রায় এক কোটি অবৈধ ভোটারের নাম বাদ যাবে। সেই প্রেক্ষাপটেই বিজেপি নেতা সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কড়া হুঁশিয়ারি দিয়ে লিখেছেন “একজন অবৈধ ভোটারেরও নাম যদি ভোটার লিস্টে থাকে, ১ লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাঁদের পাহাড় দেখেছিল শংকর, মেক্সিকোর আগ্নেয়গিরি শিখরে পা রাখল পাঁশকুড়ার অর্পিতা
আরও দেখুন

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূলের ‘বৈধ’ ভোটারের অধিকারের দাবির মোকাবিলা করতেই বিজেপি ‘অবৈধ’ ভোটারের বিষয়টি সামনে আনছে। প্রসঙ্গত, আগামী ৪ নভেম্বর থেকে বাংলায় বিএলও-রা বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
তৃণমূলের পাল্টা! কমিশন ঘেরাও-এর হুঁশিয়ারি বিজেপি নেতা সজল ঘোষের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল