TRENDING:

আজ কংগ্রেস নেত্রীর আত্মপ্রকাশ, লখনউয়ে ১২ কিলোমিটার রোডশো করে প্রচার শুরু করবেন প্রিয়াঙ্কা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নতুন রাজনীতির স্বপ্ন ফেরি। উত্তরপ্রদেশের মঞ্চেই আজ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার আত্মপ্রকাশ। ভোট প্রচারে লখনউয়ে রোড শো। ১২ কিলোমিটারের পথ শেষ হবে নেহরু ভবনে। সঙ্গী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।
advertisement

আরও পড়ুন: সিপি-সিবিআই মাইন্ড গেম জারি, আজ ফের রাজীব কুমার ও কুণাল ঘোষকে তলব

ডেস্টিনেশন লখনউ। আজ থেকে ভোটপ্রচার শুরু কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরার। ১২ কিলোমিটার রোডশো করে প্রচার শুরু করবেন প্রিয়াঙ্কা। তার আগে অডিও বার্তায় দেশের যুবসমাজকে তাঁর রোড শোতে যোগ দিতে অনুরোধ। দাবি করেছেন, নতুন রাজনীতির জন্ম দিতেই তাঁর এই রোডশো। প্রিয়ঙ্কার রোডশো ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: অনেকটা নামল পারদ! শীত আর কত দিন? আবহাওয়া অফিস যা জানাচ্ছে...

প্রিয়ঙ্কা গান্ধি বঢরাকে দুর্গা রূপে তুলে ধরে প্রচার।বাঘের পিঠে সওয়ার দেবী-রূপী প্রিয়ঙ্কার পোস্টার-তোরণে ছয়লাপ লখনউ । শহর জুড়ে অভিনব প্রচার কংগ্রেসের। আজ এখান থেকেই ভোটপ্রচার শুরু করছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা। বারো কিলোমিটার রোডশো করে প্রচারে প্রিয়ঙ্কা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আজ কংগ্রেস নেত্রীর আত্মপ্রকাশ, লখনউয়ে ১২ কিলোমিটার রোডশো করে প্রচার শুরু করবেন প্রিয়াঙ্কা