শীতকালীন অধিবেশনের প্রায় শেষ পর্যায়ে এসে বিতর্ক বাঁধল নরেন্দ্র মোদি সরকারের তৈরি নতুন বিল ঘিরে। মঙ্গলবার লোকসভায় জিরামজি বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তারপরই সংসদে শুরু হয় তুমুল উত্তেজনা। মুলতুবি হয়ে যায় অধিবেশন।
advertisement
বিরোধী দলের আক্রমণের নেতৃত্ব দিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি প্রস্তাবিত “বিকশিত ভারত রোজগার এবং আজিবিকা মিশন MGNREGA (গ্রামীণ) বিল, ২০২৫ কে রাজ্যগুলিতে আর্থিক বোঝা হস্তান্তরের সময় কর্তৃত্বকে কেন্দ্রীভূত করার প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন। তাঁর কথায়, “এই ধরনের গুরুত্বপূর্ণ আইন কারও ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষা এবং পক্ষপাতের ভিত্তিতে প্রণয়ন করা উচিত নয়।”
অন্যান্য বিরোধী দলও এই সমালোচনায় যোগ দেয়। তৃণমূল কংগ্রেসও এই প্রকল্প থেকে মহাত্মা গান্ধির নাম বাদ দেওয়ার বিরোধিতা করে এবং এর জেরে রাজ্যগুলির আর্থিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
