TRENDING:

‘মহাত্মা গান্ধি আমাদের হৃদয়ে’, কেন্দ্রের ‘জিরামজি বিল’ নিয়ে প্রিয়াঙ্কার অভিযোগের জবাবে কেন্দ্র

Last Updated:

Priyanka Gandhi: কেন্দ্রের আনা নতুন বিল নিয়ে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধি। কংগ্রেস জমানায় তৈরি ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্পকে মোদি সরকার 'মুছে দিতে চাইছে' বলেই সরাসরি অভিযোগ করলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কেন্দ্রের আনা নতুন বিল নিয়ে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধি। কংগ্রেস জমানায় তৈরি ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্পকে মোদি সরকার ‘মুছে দিতে চাইছে’ বলেই সরাসরি অভিযোগ করলেন তিনি। সাংসদের দাবি, মনরেগা প্রকল্পকে ‘দুর্বল’ করে দিতেই নতুন বিল নিয়ে আসছে কেন্দ্র। পাশাপাশি, মোদি সরকারের বিরুদ্ধে ‘নাম নিয়ে রাজনীতি’ করার অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা।
লোকসভায় পেশ হল ‘জিরামজি বিল’
লোকসভায় পেশ হল ‘জিরামজি বিল’
advertisement

শীতকালীন অধিবেশনের প্রায় শেষ পর্যায়ে এসে বিতর্ক বাঁধল নরেন্দ্র মোদি সরকারের তৈরি নতুন বিল ঘিরে। মঙ্গলবার লোকসভায় জিরামজি বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তারপরই সংসদে শুরু হয় তুমুল উত্তেজনা। মুলতুবি হয়ে যায় অধিবেশন।

আরও পড়ুন: ফুলে ফুলে ছেয়ে যাবে গাঁদা গাছ…! শিকড়ের কাছে দিয়ে দিন ফসফরাস সার আর ‘জাদুকরী’ জিনিসের ‘স্প্রে’, এক ‘কায়দাতেই’ ম্যাজিক!

advertisement

বিরোধী দলের আক্রমণের নেতৃত্ব দিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি প্রস্তাবিত “বিকশিত ভারত রোজগার এবং আজিবিকা মিশন MGNREGA (গ্রামীণ) বিল, ২০২৫ কে রাজ্যগুলিতে আর্থিক বোঝা হস্তান্তরের সময় কর্তৃত্বকে কেন্দ্রীভূত করার প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন। তাঁর কথায়, “এই ধরনের গুরুত্বপূর্ণ আইন কারও ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষা এবং পক্ষপাতের ভিত্তিতে প্রণয়ন করা উচিত নয়।”

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীর অ্যাডভেঞ্চার পছন্দ? ডিসেম্বরেই ঢুঁ মারুন সুতানের নির্জন জঙ্গলে, রইল ঠিকানা
আরও দেখুন

অন্যান্য বিরোধী দলও এই সমালোচনায় যোগ দেয়। তৃণমূল কংগ্রেসও এই প্রকল্প থেকে মহাত্মা গান্ধির নাম বাদ দেওয়ার বিরোধিতা করে এবং এর জেরে রাজ্যগুলির আর্থিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘মহাত্মা গান্ধি আমাদের হৃদয়ে’, কেন্দ্রের ‘জিরামজি বিল’ নিয়ে প্রিয়াঙ্কার অভিযোগের জবাবে কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল