শিশির অধিকারী (Sisir Adhikari) কোন দলে রয়েছেন, তা নিয়ে তদন্ত করে স্পিকারের কাছে রিপোর্ট জমা দেবে প্রিভিলেজ কমিটি। এর আগে তৃণমূলের (TMC) লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
আরও পড়ুন: দল পাল্টেছেন, রঙ পাল্টেছেন বারবার, তবু মথুরার মন্তের বিধায়ক যেন অপরাজেয়
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন শুভেন্দু অধিকারী। পরে অমিত শাহর জনসভায় হাজির হন শিশির অধিকারী। যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি শিশির অধিকারী। গত অধিবেশনগুলিতে তৃণমূলের কোনও কর্মসূচিতেই দেখা যায়নি অধিকারী পরিবারের দুই সাংসদকেই। ফলে তাঁরা কোন দলে রয়েছেন তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল।
একদিকে যখন মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার বিরোধিতা করছে বিজেপি, সেই সময় পাল্টা অধিকারী পরিবারের দুই সাংসদকে নিয়ে চাপ বাড়াতে চায় তৃণমূল। মুকুল রায়কে নিয়ে মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে। দ্রুত বিষয়টির নিষ্পত্তি করার আশা প্রকাশ করেছেন বিচারপতি।
আরও পড়ুন: বঙ্গ বিজেপি নামক সার্কাসের অংশ হতে চাই না, ট্যুইটে বিস্ফোরক বাবুল সুপ্রিয়
এই পরিস্থিতিতে এবার শিশির অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূল।দু'দিন আগেই দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনে দলের কৌশল কী হবে, তা ঠিক করে দিয়েছেন তিনি। তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে কোন কোন বিষয়ে তৃণমূল কী অবস্থান নেবে তা যেমন ঠিক করে দিয়েছেন তৃণমূল নেত্রী, তেমনি সংসদের ভিতরে বাইরে অন্যান্য দলের সঙ্গে সম্পর্ক নিয়ে বার্তা দেন তিনি।
সংসদের দুই কক্ষে তৃণমূলের পক্ষ থেকে সমন্বয় সম্পর্কেও দলীয় সাংসদদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার প্রিভিলেজ কমিটি কবে এবং কী রিপোর্ট পেশ করে।