বৃহস্পতিবা জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একটি স্কুলে হামলা চালায় জঙ্গিরা। হামলায় নিহত হন স্কুলের অধ্যক্ষ-সহ দুই শিক্ষক। শ্রীনগরের সাফা কাদাল এলাকার একটি সরকারি স্কুলে ঢুকে সতীন্দ্র কউর এবং দীপক চাঁদ নামের দুই শিক্ষককে গুলি করে মারে জঙ্গিরা ৷ দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের ৷
advertisement
আরও পড়ুন- ‘সুবিচার’ তখনই সম্ভব...', লখিমপুরে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ রাহুল-প্রিয়াঙ্কাদের
জঙ্গিদের গুলিতে নিহত স্কুলের প্রিন্সিপাল সতীন্দ্র কউর আলোচিবাঘ এবং দীপক চাঁদ জম্মুর বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ঘটনার পর তাঁদের নিকটবর্তী SKIMS হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷
হামলার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ট্যুইট করে তিনি বলেন, ‘‘শ্রীনগর থেকে আবার খারাপ খবর এসেছে। এ বার একটি সরকারি স্কুলের দুই শিক্ষককে জঙ্গিরা হত্যা করেছে। এই অমানবিক সন্ত্রাসের নিন্দার কোনও ভাষা নেই। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।’
আরও পড়ুন- চতুর্থ স্থানের লড়াইয়ে কেকেআর ও মুম্বই, নাইটদের প্লে অফে ওঠার অঙ্কটা কী ?
গত শনিবার, শ্রীনগরে এই এলাকার এক কিলোমিটার দূরত্বের মধ্যে একই ধরনের ঘটনায় দুই সাধারণ নাগরিক নিহত হন।