আরও পড়ুন - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা গাফিলতি, মামলা শুনবে সুপ্রিম কোর্ট! শুনানি আগামিকাল...
এ দিকে পঞ্জাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই সরব হয় বিজেপি। পঞ্জাব সরকারের গাফিলতির কথা তুলে ধরতে শুরু করে বিজেপির জাতীয় নেতৃত্ব। পাল্টা কংগ্রেসের তরফ থেকে একাধিক সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তোলা হয় প্রধানমন্ত্রী সড়ক সফর নিয়েও। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল প্রশ্ন করেন, পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যে অসন্তোষ আছে, সে কথা সকলেই জানে। তার পরেও কেন তিনি এ ভাবে শেষ মুহূর্তে সড়ক পথে গেলেন?
advertisement
আরও পড়ুন: ভয়াবহ! একলাফে ৯১ হাজার ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ! করোনা-কম্পে কাঁপছে গোটা দেশ...
এ দিকে সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে একটি মামলা রুজু হয়েছিল। সেটি নিয়েও বিস্তর সমালোচনার মুখে পড়েছে পঞ্জাব সরকার। সুপ্রিম কোর্ট বলেছে পঞ্জাবের মুখ্য সচিব ও পুলিশের ডিজিকে এই বিষয়ের দায়িত্ব নিতে হবে। তাঁদের বরখাস্ত করার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি, এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে দায়িত্ব নিতেও বলা হয়েছে। আদালত জানিয়েছে, এই বিষয়ে বিস্তারিত শুনানি হবে শুক্রবার। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তের স্বার্থে একটি দুই সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে পঞ্জাব সরকার। সেই কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব গিল ও পঞ্জাবের স্বরাষ্ট্র দফতরের সচিব অনুরাগ বর্মা। তিন দিনের মধ্যে এই নিয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।