বিরোধীদের বৈঠকের পর এই প্রথম বৈঠকে বসছে বিজেপি।দলের সভাপতি জেপি নাড্ডার বাড়িতে হবে বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা। এর আগে ২০১৭ সালেও বিহারের তৎকালীন রাজ্যপাল রামনাথ কোবিন্দকে প্রার্থী হিসেবে ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছিল বিজেপি। এবারও তেমন কোনো চমক থাকে কিনা, সেই অপেক্ষায় সকলে।
advertisement
আরও পড়ুন: মিজোরামে বসে বাংলার জন্য নতুন স্ট্র্যাটেজি দিলীপ ঘোষের, তুমুল শোরগোল দলেরই অন্দরে
রাষ্ট্রপতি নির্বাচনের আবহে গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতারাও। সেখানে সম্মিলিত ভাবে রাষ্ট্রপতি প্রার্থীর নাম নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়। বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আম আদমি পার্টি, তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, YSRCP, শিরোমনি অকালি দল এবং বিজেডির মতো দলগুলি বৈঠকে যোগ দেয়নি৷ সেই বৈঠকের পরই অবশ্য এনসিপি প্রধান শরদ পাওয়ার রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে রাজি নন বলে জানিয়ে দেন। তারপর ফারুক আবদুল্লাহার নামও প্রস্তাব করা হয়েছিল৷ তিনিও সরে দাঁড়িয়েছেন। এ ছাড়াও মহাত্মা গান্ধির নাতি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির নামও বিরোধীদের বিবেচনায় রয়েছে৷
আরও পড়ুন: যেমন খুশি-তেমন ভাড়া, কলকাতায় বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে রিপোর্ট তলব
নিজের পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনতে চেষ্টায় ফাঁকফোঁকর রাখতে চাইছে না বিজেপি। সেই লক্ষ্যেই যে প্রচার কমিটি গঠন করা হয়েছে, সেখানে রয়েছেন মন্ত্রী, দলের শীর্ষ নেতৃত্ব। তাঁরা এনডিএ প্রার্থীর জন্য সমর্থন আদায়ে দেশ জুড়ে প্রচার চালাবেন। তবে, বিজেপির তরফে যে নামগুলি নিয়ে আলোচনা চলছে বলে খবর, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু (ঝাড়খণ্ড), দায়িত্বরত রাজ্যপাল আরিফ মহম্মদ খান (কেরল), আনন্দীবেন পটেল (উত্তরপ্রদেশ), অনুসূয়া উইকে (ছত্তীসগঢ়), থাওয়ার চাঁদ গহলৌত (কর্নাটক) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এই দৌড়ে এগিয়ে রয়েছেন দ্রৌপদী মুর্মু। কারণ তিনি একটি আদিবাসী সম্প্রদায়ের মহিলা প্রতিনিধি। ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল, যিনি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন।