আরও পড়ুনঃ বাংলা-ওড়িশা সীমানায় ভয়াবহ বাস দুর্ঘটনা! ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের! গুরুতর আহত ৯
রাষ্ট্রপতি মুর্মু এই উপলক্ষে সম্পূর্ণ জি-স্যুট, হেলমেট ও সেফটি গিয়ার পরে দুই আসনের প্রশিক্ষণ রাফাল বিমানে ওঠেন। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় বায়ুসেনার অভিজ্ঞ পাইলটরা।
এর আগে ২০২৩ সালে তিনি অসমের তেজপুর ঘাঁটি থেকে একটি সুখোই-৩০ এমকেআই–তে উড্ডয়ন করেছিলেন। এবার রাফাল উড্ডয়নের মাধ্যমে তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালে সোর্টি নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।
রাফাল যুদ্ধবিমান ভারতের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা সম্পদ, যা ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনায় যুক্ত হয়। সাম্প্রতিক সময়ে এটি “অপারেশন সিন্ধুর”-এর মতো অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। রাষ্ট্রপতির এই উড্ডয়ন কেবল প্রতীকী নয়—এটি ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি, আধুনিক প্রযুক্তি গ্রহণ ও নারী নেতৃত্বের শক্ত বার্তা বহন করছে।
