Cyclone Montha | মন্থার তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অন্ধ্র ও ওড়িশা জুড়ে। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সে রাজ্যে প্রায় এক লক্ষ ৭৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। দক্ষিণ-মধ্য রেলে বাতিল হয়েছে অন্তত ১২২টি ট্রেন। বহু ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ঝড়ে গাছ পড়ে অন্ধ্রের কোনাসিমা জেলার মাকানাগুড়েম গ্রামে মৃত্যু হয়েছে এক মহিলার। এ পর্যন্ত ৭৬ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়া হয়েছে ২১৯টি স্বাস্থ্যশিবির।