আগামী ২৬ ফেব্রুয়ারি দলের জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বিজয় আর ২০২৬ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রশান্ত কিশোরকে নিয়োগ করতে চলেছেন বলেও খবর। তাঁর দলের সাধারণ সম্পাদক আদাভ অর্জুনের সঙ্গে নির্বাচনী প্রচারের জন্য কৌশল তৈরি করবেন প্রশান্ত কিশোর, দলীয় সূত্রে এমনই খবর।
রাজনৈতিক কৌশলবিদ এবং জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর গত ১০ এবং ১১ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। গত বছরের অক্টোবরে রাজনীতিতে প্রত্যক্ষ ভাবে ঢুকে পড়া বিজয় যে আগামী বিধানসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন, তা এই বৈঠক থেকেই স্পষ্ট। TVK সূত্রে খবর, প্রশান্ত কিশোর বিজয়ের পরামর্শকারী হিসাবে নয়, বরং দলের সাধারণ সম্পাদক আদাভ অর্জুনের সঙ্গে রাজনৈতিক উপদেষ্টা হিসাবে কাজ করবেন।
advertisement
তবে, বিজয় বা তাঁর দলের তরফে এখনও প্রশান্ত কিশোরকে নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। দলের মুখপাত্র রাজ মোহন বলেন, এই ধরনের কোনও ঘোষণা কেবল দলের প্রধানই করবেন। প্রশান্ত কিশোরকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলেও বিজয়ের TVK-র ইতিমধ্যেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য তিনজন রাজনৈতিক পরামর্শদাতা রয়েছেন।
তামিল রাজনীতির সঙ্গে জড়িত অনেকেই বলছেন, প্রশান্ত কিশোরকে নিয়োগ করা বিজয়ের মাস্টারস্ট্রোক হতে পারে। আবার অনেকে এমনও বলছেন, এত জন রাজনৈতিক পরামর্শদাতা থাকলে সংঘাত লাগতেই পারে যে কোনও মুহূর্তে।
রাজনৈতিক বিশ্লেষক এ. মণি বলেন, প্রশান্ত কিশোরের পরামর্শ বিজয়কে বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। তাঁর কথায়, “একটি দল, যারা প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিয়েছে, তাদের রাজনীতিতে বিশেষ করে নির্বাচনী ক্ষেত্রে অভিজ্ঞতার সঙ্গেসঙ্গে অনেক জনশক্তিরও প্রয়োজন। ২০১৪ সাল থেকে একাধিক নির্বাচনে একাধিক দলের সঙ্গে কাজ করার কারণে, প্রশান্ত কিশোর নতুন এই দলের জন্য একটি মূল্যবান সংযোজন হিসেবেই সামনে আসবেন।”